আমাদের কথা খুঁজে নিন

   

“সরকারকে বলছি,

“সরকারকে বলছি, শেয়ার বাজার থেকে কোটিকোটি টাকা হারায় গেল। যে কোম্পানী দায়ী তার নাম তো আপনারা জানেন সবাই। কোন সমস্যা হল না কোম্পানীর। কোচিং গুলো কিছু টাকা আয় করত জ্ঞান বিতরণের মাধ্যমে। সেটা সহ্য হলো না আপনাদের? চোরের বিচার যেখানে করেন না সেখানে কোচিং গুলোকে আপনারা বন্ধ করার জন্য এইভাবে নিরীহ ছেলেমেয়েগুলোর সাথে প্রতারণা করলেন? এই সময় জন্মগ্রহন করল তারা এটাই কি তাদের দোষ? আমার মনে একটা প্রশ্নঃ বিশ্বে বাংলাদেশ ই কি প্রথম দেশ যেখানে আমরা পড়ালেখা করব বলে আন্দোলন করছি? হতে পারে।

আর কোথাও তো আমাদের দেশের মত সৎ,যোগ্য,নিষ্ঠাবান স্বাস্থ্য অধিদপ্তর নেই! কি বলেন আপনারা? আপনারা কি করলেন জানেন? বললেন যে G.P.A. এর ভিত্তিতে ভর্তি করবেন। ১)G.P.A. 8.00 – 10.00. কেন? দুটা মিলে G.P.A. 10.00 তো 30000 হাজার এর কম হবে না। তাহলে কেন G.P.A. 8.00? অন্য কোন উদ্দেশ্য আছে আপনাদের? এই টাকা দিয়েই কি পদ্মা সেতু নির্মাণ করবেন? আগে বলতেন আমরা সাহায্য করতাম? তাও ছেলেমেয়েগুলোর মন ভাংতেন না। ২)৯,০০০ গোল্ডেন ৫.০০ ছাত্র-ছাত্রী. আপনার সীট ৩৩৬০.কোথায় জায়গা দিবেন? বুঝলাম না ৩)কাকে ঢাকা মেডিকেল দিবেন? কাকে ময়মনসিংহ দিবেন? ৪)2nd time যারা exam দিবে বলে এতদিন পরিশ্রম করল তাদের জীবনের সময় গুলো নষ্ট করার অধিকার আপনাদের কে দিল? ৫)কোচিং বাণিজ্য বন্ধ করবেন?করেন। ভাল।

এই জিনিসটা আপনাদের মত তথাকথিত জ্ঞানীর মাথায় কি ঢুকল না যে এই বছর যা ব্যবসা করার তা তো করাই শেষ। আপনাদের ছোট্ট একটা কথা কতগুলো ছেলেমেয়ের রাতের ঘুম হারাম করে দিল। এইটুকু বুঝলেন না? ৬)গ্রাম কোঠা নাকি করবেন। আরে গ্রাম তো ৬৮০০০...সীট তো ৩৩৬০। কিছুই বুঝলাম না।

৭)কোচিং গুলো নাকি প্রশ্ন ফাঁস করে। কয়টা? ৫০,১০০,২০০? এই দুর্নীতি আটকানোর নাম করে যে দুর্নীতি আপনারা শুরু করলেন তা কি দেশের মানুষ বুঝবে না? আপনাদের বিশ্বাস করে দেশের মানুষ বোকামী করেছে বলে আপনারা তাদের এতই বোকা মনে করলেন? পদ্মা সেতু করার সিদ্ধান্ত নিতে পারলেন না। কিছু মনে করি নাই। সুলভ মুল্যে চাল খাওয়াতে পারলেন না। কিছু মনে করি নাই।

আইন বলে দেশে কিছু নাই। নীতির কথা তো ভুলেও মনে করি না। সবকিছুর দাম আপনারা বাড়ায় দিলেন। বাংলাদেশের মানুষ সহনশীল বলে কিছুই মনে করল না। তাই বলে আপনারা ৮০,০০০ ছাত্র- ছাত্রীকে নিয়ে গোল্লাছুট খেলা শুরু করলেন? একটা জিনিস বুঝলাম এইরকম আপনারা থাকার চেয়ে না থাকাই ভাল।

আমার ছোট ভাই অষ্টম শ্রেণীতে পড়ে। আজ সে আমাকে বলল যে এইটা কি করল সরকার? সে বুঝে আপনারা বুঝেন না? আল্লাহর কাছে বাংলাদেশের কিছু মানসিক প্রতিবন্ধির জন্য দোয়া করি। আল্লাহ তাদের class 8 এর বাচ্চার I.Q. টা অন্তত প্রদান করুন। আমীন। মুসান্নাহ আশফাক (ময়মনসিংহ মেডিকেল) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.