আমাদের কথা খুঁজে নিন

   

একদলীয় সরকারকে স্বাগতম।



ইংরেজীতে ট্রান্সজেন্ডার
নামে একটা কথা আছে। অর্থাত্ যারা বাহ্যিকভাবে হয় নারী বা পুরষ কিন্তু আচরনগতভাবে তার বিপরীত। জাতীয় পার্টিকে এই শব্দটার
সাথে তুলনা করতে ইচ্ছা করছে। বাহ্যিকভাবে তারা নাকি বিরোধীদল কিন্তু আচরনে আবার সরকার। এরশাদ চাচাকে দেখে খুবই উদ্দিপনা পেলাম।

শপথ নেয়ার সাথে সাথেই সুস্থ হয়ে গেলেন। চাচার শপথে জোড় আছে তাইলে। তবে এত কিছুর সাথে একটা ব্যপারে সাক্ষী হতে পেরে খুবই ভাল লাগছে। পঁচাত্তরে নাকি একদলীয় সরকার হয়েছিল। কিন্তু 2013 সালে যে গনতান্ত্রিক দেশে একদলীয় সরকার গঠন হবে সেটা কখনই ভাবি নাই।

তাই আজ সত্য হল। ধন্যবাদ আওয়ামীলীগ সরকারকে আমাদের এরকম ঘটনার সাক্ষী করার জন্য।
অফটপিকঃবর্তমান মন্ত্রীসভার
নেতাদের যদি 2008 সালে গঠন
করত দেশটা অনেক
আগাইয়া যাইত। কিন্তু 2013
সালে এই অবৈধ ক্লিন
মন্ত্রীসভা দিয়া দেশের
কি উন্নতি হইব আমার মাথায়
আসে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.