আমাদের কথা খুঁজে নিন

   

অলিম্পিক মুহূর্ত

সহিষ্ণুতাই দুর্বলের শেষ আশ্রয় মোহামেদ ফারাহ এবারের লন্ডন অলিম্পিক এর ৫০০০ ও ১০০০০ মিটার দৌড় এর সোনা বিজয়ী। তার জন্ম সোমালিয়া তে হলেও পড়ালেখার উদ্দেশ্যে ৮ বছর বয়সেই সে ইংল্যান্ড এ আসে। জীবনের শুরুতে একজন ফুটবলার হওয়ার ইচ্ছা থাকলেও সে এখন বিশ্বের অন্যতম একজন এথলিট। সেই প্রথম এথলিট, যে গ্রেট ব্রিটেনের হয়ে ১০০০০ মিটার এর সোনা জিতেছে। চায়না এর দৌড়বিদ লিও জিয়াং।

২০০৪ সালের অলিম্পিক এ ছেলেদের ট্র্যাক & ফিল্ড এ সেই, চায়নার পক্ষে প্রথম সোনা বিজয়ী। ২০০৮ সালে ভুল শুরু এবং Achilles tendon এর ইনজুরির কারনে অলিম্পিক থেকে সরে যান। এবারের অলিম্পিক এ ১১০ মিটার হার্ডলস এর কোয়ালিফাইয়িং রাউণ্ড এ দৌড় শুরু করার পর ১ম হার্ডলস পা আটকে পড়ে যান এবং পুরনো সেই ইনজুরিতে পরেন। প্রথমে রেইস শেষ না করার সিদ্ধান্ত নিলেও পড়ে ট্রেকে ফিরে এসে এক পায়ে লাফাতে লাফাতে অনেক কষ্টে তিনি রেইস শেষ করেন। সেই সময়ই শেষ হার্ডলস এর মাঝখানে তিনি চুমু খান।

একজন মানুষ তার কাজকে, তার কাজের জায়গাটাকে কতটা ভালবাসতে পারে তার অন্যতম একটি উদাহরণ হল এটি। অস্কার পিস্তরিয়াস। Blade Runner এবং the fastest man on no legs নামে পরিচিত। হাঁটু থেকে নিচ পর্যন্ত যার দুটি পা ই নেই। ২০১১ সালে ৪০০ মিটার দৌড় ৪৫.০৭ সেকেন্ডে শেষ করে লন্ডন অলিম্পিক এ খেলার যোগ্যতা অর্জন করেন।

লন্ডন অলিম্পিক এ তিনি ৪০০ মিটার এবং ৪*৪০০ মিটার রিলে তে অংশ নেন। ইনিই অলিম্পিক ইতিহাসের ১ম ব্যক্তি যার দুটি পাই নেই। ছেলের সাতারের সময় প্রার্থনারত মাইকেল ফেল্পস এর মা। নিজ দেশের জাতীয় সঙ্গীত চলাকালিন সময়ে অশ্রুসিক্ত কেনিয়ান মেসেরেত ডিফার। মেয়েদের ৫০০০ মিটার এর বিজয়ী তিনি।

একে অন্যর স্টাইল উদযাপন করছেন এবারের অলিম্পিক এর অন্যতম দুই এথলেট মোহামেদ ফারাহ এবং উসাইন বোল্ট। ২০০ মিটার স্প্রিনট এ ফিনিশিং লাইন এ এসে জয় নিশ্চিত জেনে সকল সমালোচকদের যেন চুপ থাকার নির্দেশ দিচ্ছেন বোল্ট। ডেভিড রুদিশা। ১.৪০.৯১ মিনিটে ৮০০ মিটার দৌড় জিতে তিনি করেছেন বিশ্বরেকর্ড। ৫০ কিমি হাটা রেইস।

দূরত্ব শুনলেই তো নিজেকে কেমন যেন অসহায় মনে হয়। এই বিশাল দুরত্তের রেইস গুলো যারা খেলে তাদের প্রতি আমার আপনাআপনিই শ্রদ্ধা জেগে উঠে। এ বছর 3:35:59 ঘণ্টায় এটি শেষ করে অলিম্পিক রেকর্ড করে সোনা জিতেছেন রাশিয়ার Sergey Kirdyapkin. ৪২ কিমি ম্যারাথন এবার ২:২৩:০৭ ঘণ্টায় শেষ করে অলিম্পিক রেকর্ড করেছেন ইথিওপিয়ান টিকি গেলেনা। ১৮ টি স্বর্ণ, ২ টি রুপা এবং ২ টি ব্রোঞ্জ মোট ২২ টি পদক নিয়ে অলিম্পিক থেকে বিদায় নিলেন ফেলেপ্স। সারাহ আত্তার, সৌদি আরবের ১ম মহিলা এথলেট যে অলিম্পিক এ অংশ নিল।

আমেরিকার এথলেট ম্যানটেও মিচেল, ৪*৪০০ এর কোয়ালিফাইয়িং রাউণ্ড এ রেইস শুরু করার পর পায়ে প্রচণ্ড ব্যথা অনুভব করলেও থেমে যান নি। নিজ রেইস শেষ করেছেন, অর্থাৎ ব্যালট টি সতীর্থের কাছে পৌঁছে দিয়েছেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্র এই ইভেন্ট এর রুপা জিতে নেয় যদিও ম্যানটেও মিচেল ফাইনাল এ ছিলেন না, কারন কোয়ালিফাইয়িং রাউণ্ড শেষে এক্স রে করার পর দেখা যায় তার পায়ের ফিবুলা ভেঙ্গে গিয়েছে। পোল ভোল্ট এ নিজের পোল ভেঙ্গে ভাঙ্গা পোল এর পাশে এথলেট লাযারো বোরগাস। এই ছবি না দিলে অলিম্পিক এর যেকোনো পোষ্ট ই যতসম্ভব বৃথা হয়ে যাবে।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.