আমাদের কথা খুঁজে নিন

   

বক্তার নামের আগের বিশেষনগুলো বক্তার বক্তব্য শুনারপর চকির তলা আর আগরতলার মত মনে হয়

সবাইকে স্বাগতম এক অনুষ্টানে ছিলাম, বক্তব্য চলছে একের পর এক বক্তা একই কথা ঘুরিয়ে ফিরিয়ে বক্তব্য রাখতেছেন। বক্তার নাম ঘোষনা করার আগে উপস্থাপক খুবই চমৱকার উপমা এবং বিশেষন যোগ করে বক্তার নাম ঘোষনা করেন। আমি বক্তব্য শোনার চেয়ে উপস্থাপকের ঘোষিত বক্তার নামের আগের বিশেষন গুলো শুনে বেশী মজা পাচ্ছিলাম। এক সময় উপস্থাপক ঘোষনা করলেন এখন বক্তব্য রাখবেন এক সময়ের তুখোর সংগ্রামী ছাত্রনেতা, আজীবন অন্যায়ের বিরুদ্ধে সাহসী কন্ঠস্বর, রাজপথ কাপানো নেতা, অমুক কলেজের অমুক দলের ২ই ২ইবার নির্বাচিত সভাপতি অমুক ভাইকে সংক্ষিপ্ত ভাবে উনার মুল্যবান বক্তব্য দেয়ার জন্য বিনিত অনুরোধ জানাচ্ছি। বক্তা ভদ্রলোক এতক্ষন আমার পাশেই বসা ছিলেন নাম বলার পর উনি হেলেদুলে মঞ্চে উঠলেন।

সবাইকে সালাম দিলেন, আগের বক্তাদের মতোই মঞ্চের সবার নাম বলে ধন্যবাদ জ্ঞাপন করলেন, মঞ্চে আছেন আজকের এই ফতিবাদ সভার সম্মানিত সভাফতি আমার শ্রদ্ধাভাজন ফ্রিয় বড় ভাই অমুক, মঞ্চে আছেন অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ট কণ্টস্বর আমার আরেক ফ্রিয় নেতা তমুক এই ফ্রিয় সব নেতার নাম বলার পর শুরু হল ভাইয়েরা আমার, আজকে আমরা এই জুলুমবাজ সরকারে অন্যায়ের, জুলুম নির্যাতনে বিরুদ্ধে ফ্রতিবাদ জানাতে এখানে সমবেত হয়েছি। আফনারা জানেন বিগত এই কয়েক দিনে এই জুলুমবাজ সরকার দেশে কিভাবে গণহত্যা আর নির্যাতন চালাচ্ছে। এই সরকারের ফুলিশ বাহিনির হাতে নিহত এবং আহত হয়েছে অনেকেই এরাতো আফনার আমারই ফ্রান ফ্রিয় ভাই। তাই তাদের এই দুর্দিনে আমরা ঘরে বসে থাকতে ফারিনা। আমরা যার যেভাবে সম্ভব সেভাবেই ফ্রতিবাদ জানাতে হবে এই ফ্যাসিবাদি সরকারের বিরুদ্ধে।

টুট টুট টু........ এভাবেই আর না মেরে শিফট আর মেরে প কে ফ উচ্ছারনে বক্তৃতা এক সময় শেষ হল। বক্তব্য শেষ হওয়ার পর উনি আগের মতই হেলেদুলে আমার পাশে এসে বসলেন। বসার আগে আমার দিকে চাইলেন যেন বলতে চাইলেন কি হে কেমন হল, আমিও বুঝতে পেরে মুচকি হেসে মাথা নাড়িয়ে ইশারায় বুঝালাম ঠিক আছে। তারপর বসার পর বল্লাম মাশা আল্লাহ আফনার ফ্রতিবাদী বক্তব্য শুনেতো মনে হলো নিশ্চয় কলেজ লাইফ থেকেই আফনি সুবক্তা ছিলেন উনি বিগলিত হেসে বললেন তা আর বলতেন ভাই আমিতো কলেজ লাইফে তুখোর ছাত্রনেতা ছিলাম, ফ্রতি দিনই কোথাও না কোথাও বক্তব্য রাখতে হত তারপর কলেজে যত বিতর্ক ফ্রতিযোগীতা হত ফ্রতিটাতে আমি ফার্ষ্ট হতান। আমি আর কিছু না বলে চুপমেরে বসে রইলাম কারণ অনুভব করতে ফারলাম আমিও আর এ শিফট আর মারার মুদ্রাদোষে সংক্রামিত হওয়ার উপক্রম *** আর এবং শিফট আর বলতে বিজয়ের প আর ফ টাইপিংয়ের কথা বলা হয়েছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।