আমাদের কথা খুঁজে নিন

   

SUST না RUET, CUET ???

Admission test এর সময় দেখা যায় বুয়েট ও ঢাকা ইউনিভার্সিটি বাদে অন্যান্য ইউনিভার্সিটি এর সম্পর্কে স্টুডেন্ট দের মধ্যে একটা কমন প্রশ্ন কোন ইউনিভার্সিটি ভালো। এ ছারাও দুটি ইউনিভার্সিটি এর ভর্তি exam একই দিনে পরলে তো কথাই নেই। যারা SUST/RUET/CUET এ এক্সাম দিতে ইচ্ছুক তাদের জন্য আমি কিছু তথ্য তুলে ধরছিঃ SUST: SUST এর engineering department গুলো হচ্ছেঃ 1. CSE (Computer Science & Engineering) 2. EEE (Electrical & Electronic Engineering) 3. CEP (Chemical Engineering & Polymer Science) 4. IPE (Industrial & Production Engineering) 5. CEE (Civil & Environmental Engineering) 6. PME (Petroleum & Mining Engineering) 7. FET (Food Engineering & Tea Technology) 8. GEB (Genetic Engineering & Biotechnology) 9. GEE (Geography & Environmental Engineering) এছারাও রয়েছে Architecture Department. RUET: (main) 1. Computer Science and Engineering (CSE) 2. Electrical and Electronic Engineering (EEE) 3. Industrial and Production Engineering (IPE) 4. Civil Engineering (CE) 5. Electronic & Telecommunication Engineering (ETE) 6. Glass & Ceramics Engineering (GCE) 7. Mechanical Engineering (ME) 8. Urban & Regional Planning (URP) CUET: (main) 1. EEE 2. CSE 3. ME 4. URP 5. Archi অর্থাৎ SUST এ ME ও URP নেই। এখন department সম্পর্কে কিছু বলি। SUST এর CSE বাংলাদেশের বেস্ট department গুলোর মধ্যে অন্যতম।

SUST এর CSE department এর হেড হচ্ছে প্রফেসর ডঃ মুহাম্মদ জাফর ইকবাল স্যার। প্রোগ্রামিং প্রতিযোগিতা গুলোতে দেখা যায় BUET ও SUST একটি আরেকটির তীব্র প্রতিধন্ধি। এছারা এবার ACM (আন্তর্জাতিক programming contest) এ BUET এর পাশাপাশি SUST ও অংশগ্রহণ করে। BUET সেখানে 97 তম হয় এবং SUST হয় 98 তম. যেখানে বাংলাদেশের অন্য কোন ইউনিভার্সিটি ACM এ অংশগ্রহণ করতে পারে নি। এছারা বর্তমানে মোবাইল এর মাধ্যমে যে ভর্তি এক্সাম এর রেজিস্ট্রেশন সিস্টেম চালু হয়েছে তা SUST CSE এর অবদান।

এছারা উল্লেখযোগ্য কিছু রিসার্চ হলঃ Bangla Computerization, Natural Language Processing, Optical Character Recognition, Parallel Processing, Cluster Computer, CodeWitz, Asia Link Project, and Cellular Phone & Computer Interfacing. EEE department টি SUST এ নতুন খুলেছে এটির হেড হিসেবে বর্তমানে জাফর ইকবাল স্যার আছেন। Chemical engineering department আছে বাংলাদেশের ৩ টি ইউনিভার্সিটি তে। BUET, SUST, PSTU, এ তিনটিই B.Sc(Eng) degree দিয়ে থাকে. এছাড়া DU তে যে applied chemistry আছে তা B.Sc(Eng) degree দেয় না। BUET এর chemical B grade এর আর SUST এর c grade এর (BIE এর grade). তবে SUST এর কেমিক্যাল ই এক মাত্র department যেখানে polymer science পড়ানো হয়। ট্যানারির পানি refining করে খাওয়ার পানি তে রুপান্তরি করনের এর মত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রিসার্চ department এর ল্যাব এ হচ্ছে।

বর্তমানে এই Department এর স্টুডেন্টরা Chevron , Unilever, Kafko ইত্যাদি খ্যাতনামা কোম্পানি গুলোতে কর্মরত আছেন। IPE department ইকবাল স্যার সর্ব প্রথম SUST এ চালু করেন। SUST এর IPE এর grade হচ্ছে B grade আর BUET এর IPE এর grade হচ্ছে B grade. Chemical department এর মত civil department ই বাংলাদেশের এক মাত্র department যেটিতে civil engineering এর পাশাপাশি environmental science পরানো হয়। যাদের টার্গেট থাকে ME অথবা URP তে পরার তাদের বাদ দিয়ে আর সবাইকে বলবো BUET এ না হলে অবশ্যই যেন SUST এ try করে। N.B: SUST এ ছাত্রদের থাকার জন্য একটি বিশাল আবাসিক এলাকা আছে।

আর ছাত্রীদের জন্য রাজনীতি মুক্ত WIFI সুবিধা সহ Hall আছে। এছাড়া পুরো ইউনিভার্সিটি campus এ wifi সুবিধা আছে। এ ছাড়া প্রতি সাবজেক্ট এ সর্বনিম্ন 3.50 থাকলেই SUST এ এক্সাম দেওয়া যায়। Data এর জন্য Shahrukh Rigan (IPE, SUST '10) কে ধন্যবাদ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।