আমাদের কথা খুঁজে নিন

   

সাস্টিয়ান টোকাই সমাজ (Tokais of SUST)

আমাদের কর্মসূচীর প্রেক্ষাপট এবং কিছু সাধাসিধে কথাঃ ভেবে দেখুন তো এমন এক মায়ের কথা, যে নিজে না খেয়ে তার সন্তানদের আগে খাওয়ায়। হ্যাঁ, বাংলাদেশের প্রায় প্রতিটি ঘরেই এমন বাবা-মা আছেন যারা নিজেদের সুখের কথা না ভেবে সন্তানদের ভবিষ্যতের কথা ভাবেন। সেইসব বাবা-মায়ের সন্তান হয়ে আমরা কি পারি আমাদের (আগত-অনাগত) সন্তানদের জ্বালানী সংকট এর মাধ্যমে এক অনিশ্চিত ভবিষ্যত এর দিকে ঠেলে দিতে? দেশের ক্রমবর্ধমান বিদ্যুত সংকটকে অজুহাত হিসেবে দাড় করিয়ে এদেশের মানুষের শত বীরোধিতা উপেক্ষা করে বিদেশের কাছে ৮০% রপ্তানীর সুযোগ রেখে একটি গোপন চুক্তির মাধ্যমে দেশের সমুদ্রের বক্ষের গ্যাস ব্লক বিদেশী কোম্পানির কাছে তুলে দিয়েছে নিছক নিজস্ব স্বার্থে, কিছু কমিশনের আশায়। অথচ যেখানে আমাদের দেশের ২০ বছরের জ্বালানী নিরাপত্তাও নিশ্চিত হয়নি এখনো! গত বিএনপি সরকার এর আমলে জ্বালানি প্রতিমন্ত্রীকে নাইকোর দেওয়া ঘুষের জীপ গাড়িটির কথা মনে আছে নিশ্চিয়ই! দেখুন এখানেঃ http://goo.gl/3hKbD মডেল পিএসসি ২০০৮ এর ১৫ নং আর্টিকেল পড়লে যে কারো কাছেই, চুক্তির ভাওতাবাজিটা দিবালোকের মত স্পষ্ট হয়ে যাবে। মডেল পিএসসি নামান এখান থেকে : http://goo.gl/mOtxM বাংলাদেশে জ্বালানী নিয়ে দুর্নীতির চিত্র ও তেল গ্যাস কমিটির আন্দোলনের ইতিহাস ও মডেল পিএসসির ক্ষতিকর দিক দেখতে দেখুন আনু মুহাম্মদ স্যারের সাক্ষাৎকার (৭ টি ভাগে আছে): http://www.youtube.com/watch?v=vn9JcWajKmY চুক্তির ক্ষতিকর দিক জানার জন্য পড়ুন বুয়েটের অধ্যাপক ডঃ নুরুল ইসলাম স্যারের প্রবন্ধ: http://goo.gl/IeYTR এবং চুক্তির পক্ষে বুয়েটের অধ্যাপক ম তামিমের বক্তব্য (মডেল পিএসসির প্রণেতা): Click This Link এবং তার যুক্তি খন্ডন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ ডঃ এম এম আকাশের বক্তব্য: http://goo.gl/qcIDU এ সম্পর্কে ড. মু. জাফর ইকবাল স্যার এর একটা ছোট লেখা পড়ে ফেলিঃ ২০৩০ সালের একদিন - মুহম্মদ জাফর ইকবাল http://goo.gl/ogQ40 এছাড়াও এই চুক্তি সহ জ্বালানী ও খনিজ সম্পদ নিয়ে ঘটে যাওয়া আরও কিছু ঘটনায় উইকিলিকস এর ফাস করে দেওয়া গোপন তারবার্তা ও নথি অনুযায়ী মার্কিন রাষ্ট্রদূত এর সংশ্লিষ্টতা পাওয়া যায় যা সব কিছু দিনের আলোর মতই পরিষ্কার করে দেয়।

এই চুক্তির বিরোধী সাধারণ জনগন যাদের নেই কোন রাজনৈতিক পরিচয়, যারা বাম-ডান বোঝে না শুধু দেশের ভবিষ্যত এর কথা ভেবে এই অন্যায় এর প্রতিবাদ করছে তাদেরকে সরকার এর বিভিন্ন মহল থেকে নানাভাবে অপমান ও তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে। ১৯ জুন সংসদে বক্তৃতাকালে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী তেল, গ্যাস, খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর প্রতিরক্ষা কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদকে বিদেশি গুপ্তচর বলেছেন, তিনি এই চুক্তি বিরোধী দেশের কোটি জনগণকে ‘টোকাই’ বলে গালি দেন। একুশের রাত টকশোতে সংসদ সদস্য গোলাম মওলা রনি তেল গ্যাস বন্দর রক্ষা কমিটির প্রধান অধ্যাপক আনু মুহাম্মদ প্রসঙ্গে বলেছেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতো টোকাই-ই । উনি যে জামা পরেন তার দাম আর কত"। , বুঝে নিন এইসব ‘টোকাই’দের ওপর তাদের মাথা গরম হওয়ার কারন।

পাছে একটা ল্যান্ড ক্রুজার মিস হয়ে যায়! আসুন, মন্ত্রী প্রতিমন্ত্রীদের টোকাই সম্বোধন মাথায় তুলে নেই। আমরা মুক্তিযুদ্ধ পাইনি, দেশের শত্রুর অস্ত্রের নলের সামনে বুক পেতে দেওয়ার সৌভাগ্য আমাদের হয়নি, সারা জীবন আশেপাশের শত অন্যায়-অবিচার দেখেও চুপ থেকেছি। এই সু্যোগ হয়ত আমাদের আর আসবেনা। এখান থেকেই শুরু হোক নতুন করে পথ চলা। মায়ের সম্পদ রক্ষায় আমরা শত জীবন টোকাই হতে রাজি আছি।

আমাদের কর্মসূচীঃ ৩-৭-২০১১ রবিবার, সকাল ৮টা থেকে ১৩ -৭-২০১১ বুধবার, দুপুর ১২টা পর্যন্ত # ক্যাম্পাসে, ক্যাম্পাসের বাইরে, ছাত্রছাত্রীদের মেস এবং আবাসিক হলগুলোতে আমাদের কর্মসূচীর প্রচারণা চালিয়ে যাওয়া # ইন্টারনেটে বিভিন্ন ব্লগ, ফোরাম, ফেসবুক, টুইটার, ইউটিউব, মেসেঞ্জার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট এর ছাত্র এবং এলামনি ফোরাম বা ইমেইল গ্রুপ এ আমাদের এই কর্মসূচীর প্রেক্ষাপট ও কর্মসূচী ছড়িয়ে দেওয়া # আমাদের কর্মসূচীর প্রেক্ষাপট সম্পর্কে ছাত্র-শিক্ষক-কর্মচারী থেকে শুরু করে আশেপাশের মানুষদের অবহিত করা এবং জনমত বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাওয়া। # সবার মাঝে প্রতিবাদী, প্রতিকী ও দেশাত্ববোধক গান, সিনেমা, গল্প, ছড়া, কবিতা, নাটক বিতরণ এবং শেয়ার করা ১৩-৭-২০১১ বুধবার, দুপুর ১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত # ক্যাম্পাস এলাকায় শান্তিপূর্ণ অবস্থান # সঙ্গীত পরিবেশন # ছড়া ও কবিতা আবৃত্তি # চুক্তির পক্ষপাতী 'দেশপ্রেমিক'দের অবিরাম পঁচানি দেওয়া # গ্যাস লুটেরা এবং সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ গান গেতে পারেন? বাদ্য বাজনা? চলে আসুন আপনার বাদ্যযন্ত্রটি নিয়ে। চলুন মুক্তির গানের সেই গানের দলের মত করে উদবুদ্ধ করি প্রতিবাদকারী টোকাইগোষ্ঠীকে। গেতে-বাজাতে না পারলেও হবে, হুদাই গলা ফাটিয়ে চিৎকার করুন। আবৃত্তি করেন? গর্জে উঠুক আপনার দড়াজ কন্ঠ একটিবার দেশের জন্যে।

ছড়া পারেন ছড়া? প্রতিবাদ চলুক ছড়ায় ছড়ায়! লোক হাসাতে পারেন? কৌতুক? কিংবা লোকজনকে অবিরাম পঁচাতে পারেন? চলুন গ্যাস চোর আর 'দেশপ্রেমিক'দের ইচ্ছেমত পঁচাই! ধন্যবাদ সবাইকে আপনাদের সহযোগিতার জন্য এবং যারা এখনো আমন্ত্রণ গ্রহণ করেননি, কষ্ট করে মেসেজটি পড়ার জন্য। ইভেন্টটি (http://on.fb.me/tokaisustconocoprotest) যত বেশি সম্ভব শেয়ার করুন। ইমেইল, মেসেঞ্জার সবখানে। আমরা প্রতিদিন ফেসবুক কত লিংকই না শেয়ার করি আমাদের বন্ধুদের সাথে। শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।

সাহায্য নিন আপনার ব্লগার/লেখক/সাংবাদিক/ফটোগ্রাফার/সংস্কৃতকর্মী/পাশের বেড এ ঘুমিয়ে থাকা/চায়ের দোকানে আড্ডার সময় দেখা হওয়া বন্ধুটির। আমাদের হাতে সময় বেশি নেই। এই কম সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের যত বেশি সংখ্যক শিক্ষক, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীর কাছে পৌছাতে পারি আমাদের কর্মসূচীর সফল হওয়ার সম্ভাবনাও ততটুকু বেড়ে যাবে। আমরা সবাই টোকাই - গ্যাস চোরদের ঠেকাই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।