আমাদের কথা খুঁজে নিন

   

পথশিশুর ঈদ ভাবনা {রিপুষ্ট}

[ একটা গরীব বাচ্চা তার বিধবা মা'কে জিজ্ঞেস করল... আচ্ছা মা ঈদে সবাই নতুন নতুন কাপড় বানায়,ভালো ভালো খাবার খায়,আমরা নতুন কাপড়ও বানাই না আর ভালো ভালো খাবার ও খাই না কেন ? ছোট্ট শিশুটির এইরকম প্রশ্ন শুনে মায়ের চোখে পানি এসে গেল। মা ভাবতে পারছিলো না যে তার এই অবুঝ শিশুটাকে কিভাবে বুঝাবে !!! শিশুটি পুনরায় জিজ্ঞেস করল, বল না মা ? মা তখন শিশুটাকে বুঝিয়ে বলল যারা ঈদে নতুন নতুন কাপড় বানাই,ভালো ভালো খাবার খায় তারা তো এক মাস কষ্ট করে রোজা রাখে।তাই আল্লাহ্‌ তাদেরকে পুরস্কার দেয়।আর আমরা তো সারা বছর না খেয়ে কষ্ট করি,তাই আমাদের রোজা শেষ হয় না, আর আমরা যখন মরে যাবো তখন আল্লাহ্‌ আমাদের জান্নাতে পুরস্কার দিবেন,নতুন নতুন কাপড় পরায় দিবেন,ভালো ভালো খাবার দিবেন। তখন ছোট্ট শিশুটি তার মা'কে বলল চলো না মা আমরাও মরে আল্লাহ্‌র কাছে চলে যাই,তাহলে আমরাও অনেক ইচ্ছা করে ঈদ করতে,ভাল ভাল খাবার খেতে ও নতুন নতুন কাপড় পড়তে,চল না মরতে ...চল না মা !!! মা তখন চোখে অশ্রু নিয়ে নির্বাক বাক্যহারা অবুঝ শিশুর জন্য তার কাছে আর কোন উত্তর নেই, : আপনাদের কাছে কি কোন উত্তর আছে ???  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।