আমাদের কথা খুঁজে নিন

   

"পথশিশুর জীবন"

ফুটপাতের ঐ শিশুটি কে দেখে শিখেছি বেঁচে থাকা কারে বলে, অনাহারে থেকেও তো সে হাসিমুখে পথ চলে। । ভালবাসা কি জানেনা সে পায়নি মায়ের মমতা, খুটে খুটে খায় ডাস্টবিন থেকে যেটুকু পায় সবইতা। । চলতে চলতে থমকে দাঁড়ায় বড়লোকের শিশুকে দেখে, আদর আহ্লাদ যেন তার চোখেতে নোনা জলের মত আছে মেখে।

। লাথি ঝাঁটা আর অবহেলাতে এরা হয়ে যায় চোর ডাকাত অথবা মাস্তান, এদের কি দোষ এরাও তো খুজেছিল শান্তির একটি বাসস্থান। । আজ তুমি যাদের করছ ঘৃণা করছ হাজার অপমান, মনে রেখ তারাও মানুষ তাদের ও অধিকার আছে তোমার সমান। ।

। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।