আমাদের কথা খুঁজে নিন

   

ঈদের জামা !!!!!!!!!!!!!!!

সেই পথহারা পথিক যে চলছে তার ঠিকানার খোজে আকালের এই যুগে ভাবলাম এই বার আর দামি জামা না মোটামোটি কিসু কিনব(যদিও সব বার রমজান এর শুরুতে এই ভাবি খালি শেষের দিকে মাথাআউলা হইয়া যায়)। কিনেও ফেলসি এইবার যাই হোক একটা.... কিন্তু শুরু হইল সেই আগের ব্যারাম...দুনিয়াটাই তিতে লাগছিল। আত্তীয়গণের দামি দামি কাপরের ভীড়ে নিজেকে খুব ছোট মনে হচ্ছিল....হঠাৎ মনে হল তখন বাবার সাথে আসা খালি পায়ের ছেড়া ফ্রকের সেই পিচ্চি মেয়েটার কথা যার সাথে দেখা হয়েছিল যাকাতের সামগ্রী কিনতে যেয়ে। যে কি না একটা ঠিকঠাক জামা কিনতে পেরে ভেসে গিয়েছিল আনন্দের ভেলায়...অনেককাল এমন সরল যে খুশি দেখিনি... আমার যেন মোহমু্ক্তি হল! মনে হল হয়ত এখনও সময় আছে..এই পুজিবাদ পুরোপুরি গিলে ফেলতে পারেনাই এখনও.....যাক আশা আছে....মরে যাইনি এখনও.......................... আহা!!!!!! Life is beautiful!!!!!!!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.