আমাদের কথা খুঁজে নিন

   

পথের বাঁকে......

Never lose hope...., Never Stop Expedition.... বেলা ভরদুপুর ধু ধু তেপান্তর শূন্যে ভাসে একলা চিল সবই যে ঊষর। নিঠুর পথে ক্লান্ত আমি সঙ্গী মোর অন্তর্যামী রৌদ্রদগ্ধ খোলা প্রান্তে মন উদাসী হয় অজান্তে। রাখালশূন্য গোরুর পালে চলছে জীবন ঢিমেতালে কালো পাখির দলগুলো সব পীঠসওয়ারী; নেই কলরব। ধানকাটা এই ধূসর জমি তার মাঝে দিয়ে চলছি আমি জীবন যাচ্ছে নিজ ঠিকানায় তুচ্ছ আমি নেই সে ভাবনায়। বেঁকে যাওয়া পথের ধূলায় পদচিহ্ন পথেই মিলায় ফেলে আসা পথের মানুষ পথেই পথ খুঁজে বেড়ায়।

এমন করে চলতে চলতে এমন সুরে গাইতে গাইতে মায়ায় ভরা রৌদ্রমাখা পথটি যে মোর ফুরায়। এটা মূলত কবিতা না। আমি এটাকে গানের সুরে টেনে টেনে গাই। এটার প্রথম দু'লাইন আল্লাহ্‌ ম্যাঘ দে, পানি দে গানটার থেকে অনুপ্রাণিত হয়ে নেওয়া। আমার পায়ে হেঁটে সারা বাংলাদেশ ভ্রমণের তৃতীয় কিস্তি ছিল ঢাকা-সিলেট মহাসড়ক অতিক্রম।

২০১২ সালের মার্চ মাসে আল্লাহ্‌ তায়ালার অশেষ রহমতে আমি এই ট্যুর দিই। এই পথেরই একটি ছোট্ট অংশ দিয়ে হাঁটার সময় আমার যে অনুভূতি হয় তার উপর ভিত্তি করেই এই কবিতা ওরফে গানটা লিখা। জায়গাটা ছিল হবিগঞ্জের শহীদ শাহ্‌ এ এম এস কিবরিয়া (পূর্বতন রুস্তমপুর) টোল প্লাজা থেকে আউশকান্দির কিবরিয়া চত্বর পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটারব্যাপী নিস্পাদপ ধু ধু প্রান্তর। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।