আমাদের কথা খুঁজে নিন

   

যাকাত: একটি বিস্মৃত, কোনঠাসা, কাস্টমাইজ ২য় প্রধান ইসলামিক নীতি -২

নৌকা আর ধানের শীষে ভোট দিয়ে সোনার বাংলার খোয়াব দেখা আর মান্দার গাছ লাগিয়ে জলপাইর আশা করা একই! বিস্ময়ের ব্যাপার হল দিনের পর দিন আমরা তাই করছি!! জাকাত নিয়ে যারা অনেক ডিটেইলস জানতে চান বা সমালোচনা করতে চান তাদের জন্য এ পোস্টের পরিবর্তে অন্য কিছু পড়ার আহ্বান। এখানে বরং অতি সংক্ষেপে- আমার বুঝটা আমি লিখছি (কারযাভীর বইয়ের অনুকরনে। তাদের জন্য যারা সহজ সরল ভাবে বিষয়টা বুঝতে চান: যাকাত কোন নফল দান বা সদকা নয়। বলা হয়েছে, যাকাত আদায় করতে। অর্থাৎ এনবিআর এখন যেমন করে ট্যাক্স আদায় করে।

সংগত কারণে কাজটা রাস্ট্রের ঘাড়ে বর্তায়। রাস্ট্র যেহেতু এটা করছেনা তাই আমরা দিয়ে দিব। তবে যতটা সম্ভব ব্যক্তি টু ব্যক্তির পরিবর্তে ব্যক্তি টু সোসাইটি টু ব্যক্তি সিস্টেম বেটার। ফল/ফসল ব্যতীত অন্যান্য ক্ষেত্রে জাকাত হবে 'সঞ্চয় ও সম্পদের' উপর, আয়ের উপর নয়। একাউন্টিংএর ভাষায় এসেট থেকে লায়াবিলিটি বাদ দিয়ে ব্যক্তির যে এসেট থাকে, কিছু আইটেম বাদে বাকী সব নেট এসেটের উপর জাকাত ধার্য্য।

ইনকামের উপর নয়। মৌলিক ও ঐতিহাসিকভাবে জাকাতের বিধিবিধান নাজিল হয় লোকদের সঞ্চিত সোনা ও রুপার মুদ্রার উপর। এগুলোই ছিল সে আমলের ট্রানজেকশনাল মুদ্রা। সোনা দিয়ে তৈরি দীনার (রোমানদের) আর রুপা দিয়ে তৈরী দিরহামের (ইরানীদের) চল ছিল আরবে। ১ দীনার = ১০ দিরহাম।

সংগত কারণে, আমাদের দেশী বিদেশী মুদ্রায় সেভিংস, এফ ডি আর, বন্ড, ডিপিএস ইত্যাদি সরাসরি জাকাতের আওতায় আসে। নিসাব পরিমাণ স্টান্ডার্ড ভ্যালু ৮৫ গ্রাম সোনা। গতকালের বাজার দর (২১ ক্যারেট ৪৬০০০/১০গ্রাম) অনুযায়ী তা ৩,৯১,০০০ টাকা। অর্থাৎ টোটাল জাকাত এলিজিবল এসেট এটার সমান বা উপরে গেলে ও তা একবছর ধরে বহমান থাকলে ২.৫% জাকাত। ইন্সুরেন্সের প্রিমিয়াম এক ধরনের খরছ।

সুতরাং মোট প্রদত্ত প্রিমিয়াম বা ফেসভ্যালু কোনটাই সম্পদ নয়। তবে শেয়ারের মার্কেট ভ্যালুর বেসিসে জাকাত হবে কেননা তা চাহিবামাত্র এনকেশেবল। নিত্যব্যবহার্য অলংকারের জাকাত নেই। তবে মাত্রাতিরিক্ত গয়না দখলে রাখলে তা 'সাধারন ব্যবহারের জন্য' এ সেন্সের আওতায় পড়েনা বরং এটা 'তোলা গহনা' যার জাকাত দিতে হবে। দাম বাড়লে বেচে দিব এ ধান্ধায় জমা করে রাখা সোনা/রূপা/হীরার জাকাত মাস্ট।

বসবাসের ফ্ল্যাট, জমি, আসবাব, হাড়িপাতিল, কাপড়, ইলেকট্রনিক্স, তৈজসপত্রের জাকাত নেই। তবে ইনভেস্টমেন্ট হিসেবে ফ্ল্যাট/স্পেস/প্লট কিনে রাখলে জাকাত আদায়যোগ্য। শেয়ারের মার্কেট ভ্যালুর বেসিসে জাকাত হবে। হালের গরুর উপর যাকাত নেই তবে বাথান বা গরুর ফার্মের উপর আছে। খুব সোজাভাবেই মানে রাখা যায়- দৈনন্দিন কার্যে ব্যবহার হয়না, বা অপারেটিং এসেট নয় এমন সকল গচ্ছিত সম্পদ ও পার্টিকুলারলি কারেন্ট এসেটের (একাউন্টিংয়ের ভাষায়) উপর যাকাত ফরয- যদি তা নিসাব পরিমাণ ও ১ বছর আয়ু পার করে।

যেমন, ট্রান্সপোর্ট কোম্পানির ট্রাকের উপর জাকাত হবেনা কিন্তু নিটল মটরসের স্টকে পড়ে থাকা ট্রাকের জাকাত হবে। ঘরের ফ্রিজের জাকাত নেই কিন্তু গুদামের ফ্রিজে আছে। চাষের জমির জাকাত নেই (ফসলের জাকাত আছে) কিন্তু ফেলে রাখা প্লটের জাকাত হবে। কেননা- এসেটের মবিলিটি বাড়ানোই জাকাতের উদ্দ্যেশ্য। জেনে নিই কিছু হার: ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, সেভিংস পেপার, বন্ড, শেয়ার, সোনা, রূপা, হীরা, মুল্যবান ধাতু, ব্যবসায়িক জমা পণ্য (ঋন বাদ দেয়ার পর)র সর্বমোট দাম ৩ লক্ষ ৯১ হাজার বা অধিক হলে..... ২.৫%/বছর গরু: ০-২৯: জাকাত নাই; ৩০-৩৯: ১ বছর বয়সের ১টি বাছুর; ৪০-৫৯: ২ বছর বয়সী ১ টি বাছুর ৬০-৬৯: ১ বছরী ১ টি+ ২ বছরী ১ টি বাছুর..........এভাবে (বিস্তারীত জানার জন্য গরুওয়ালারা অধ্যয়ন করুন) ছাগল: ১-২৯: ০ ৪০-১২০: ১ টি ছাগী ১২১-২০০: ২ টি ছাগী.................৬০০ টির পর ১০০তে ১ ছাগী।

ফসল: ৬৫৩ কেজি গম বা তুল্য বাজার মুল্যের চেয়ে বেশী হলে উৎপন্ন ফসলের উপর এককালীন জাকাত হবে (১ বছরের শর্ত নেই): সম্পূর্ন প্রাকৃতিক উৎপাদনে ১০% ও সেচ, সার, কীটনাশক দেয়া হয় এমন ক্ষেতে ৫%। মাটির তলার সম্পদে: ২০% সরাসরি জাকাত (যদি কেউ পান!) যাহোক, প্রাত্যাহিক বাঙ্গালী জীবনে এর চেয়ে জটিল সম্পদ ও আয়ের 'উৎপাত' কম। সুতরাং জেনে নিই- কিভাবে ও কাকে জাকাত দিব। বলা বেটার, কিভাবে দিবনা। তথাকথিত জাকাতের নিম্নমানের শাড়ি, লুঙ্গি, গামছা বা নগদ ১/২ শ টাকা পাড়া মহল্লায় ঢোল পিটিয়ে দেবনা।

জাকাত দিব- জেনুইন নি:স মানুষ (বিশেষ করে, লজ্জায় যে দারিদ্রতার কথা খুলে বলতে পারেনা) বেকায়দায় পড়া ট্রাভেলার (স্বদেশে ধনী)- এদেশে এমনটা কম হয়। তবে বাংলাদেশীরা যখন লিবিয়া থেকে পালিয়ে গিয়েছিল তখনকার কথা ভাবুন। বা আমরা যখন ৭১ এ ভারতে পালিয়ে যাই। বা রোহিঙ্গারা যখন মারের চোটে পালিয়ে আসে। তবে যেকোন পর্যটকেরও এমন দশা হতে পারে।

তাই আই ও এম কে জাকাত দেয়া উচিৎ। নও মুসলিম (যদি পৈতৃক সম্পত্তি থেকে ধর্মীয় কারণে বঞ্চিত হয়) জাকাত ম্যানেজমেন্টের কর্মচারীর বেতন (আমাদের দেশে বিরল) ইসলামীক আন্দোলনের সকল স্তরের কাজে (বই, ওয়েবসাইট, যুদ্ধ ইত্যাদি) দাসকে মুক্ত করার কাজে (বিলুপ্ত) অক্ষম ঋনগ্রস্ত লোকের পাওনা পরিশোধ (বা কর্জে হাসানা) পেশাদার ভিক্ষুক বা সিজনাল যাকাত প্রার্থীদের জাকাত প্রদানের চেয়ে নীরবে গবেষনা চালিয়ে মুখবোজা হত দরিদ্র লোকদেরকে রাতের আঁধারে মোটা অংকের জাকাত দান বেটার। আমি অন্তত: তাই করব। যদিও পরিমানে তা অল্প ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.