আমাদের কথা খুঁজে নিন

   

যে সবের উপর যাকাত নেই...............

প ১/ বাসের বাড়ি ঘরের উপর যাকাত নাই । তা যত মুল্যবানই হোক না কেন । ২/যে কোনো প্রকারের মনি মুক্তা ইত্যাদির উপরে যাকাত নাই। ৩/কৃষি ও সেচ কাজের জন্য যে পশু, যেমন-গরু,মহিষ,উট প্রতিপালন করা হয় তার উপর যাকাত নাই। ৪/ কল কারখান, মেশিন ও যন্ত্রপাতির উপর যাকাত নেই ।

উপরুন্ত কারখানর দালান কোঠা, ব্যাবসায় ব্যবহৃত ফার্নিচার,দোকান ঘর এসবের উপর যাকাত নেই। ৫/ ডেইরী ফার্মের পশুর উপর যাকাট নাই। ৬/ মুল্যবান কোনো দূষ্প্রাপ্য জিনিস যদি কেউ সখ করে ঘরে রাখে তার উপরে যাকাত নেই। তবে যদি তার ব্যাবসা করা হয় তবে যাকাত দিতে হবে। ৭/ কেউ যদি চৌবাচ্চায় বা পুকুরে সৌখিন মাছ পুষে, টাহলে তার উপর যাকাত নেি।

তবে ব্যবসা করলে যাকাত দিতে হবে। ৮/ চড়ে বেরাবার জন্য মটর সাইকেল, কার বা বাস থাকলে তার উপরে যাকাত নেই। ৯/ সখ করে পশু পাখি পুশলে তার উপর যাকাত নেই। ১০/ যে সব জিনিস ভাড়া্য খাটানো হয়, যেমন সাইকেল, রিক্সা, ট্যাক্সি, বাস ট্রাক, প্রভিতির উপর যাকাত নেই। তবে ইহা থে প্রাপ্য মুনাফা যদি নেসাফ পড়িমান হয় তাহলে মুনাফার উপর যাকাত দিতে হবে।

১১/দোকান ওবাড়ি ঘর থেকে যে ভাড়া আদায় করা হয় তার উপর কোনো যাকাত নেই। ১২/ পরিধেয় বস্ত্র ও আসবাব পত্রের উপর যাকাত নেই। ১৩/ গাধা, ঘোড়া, খচ্চর ওপর যাকাত নেই যদি তা ব্যবসায়ের জন্য না হয় । ১৪// ওয়াকফের পশুর উপরে যাকাত নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.