আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনকালীন সরকার এর রূপরেখা...

চোখের আলো যেখানে কালো মনের আলো সেখানে আলোকিত...তাই আলোকিত মানুষ দেখার আশায় এই খানে আগমন.... যদি ও নির্বাচন বাকী আরও ১ বছরেরও বেশী.. তারপরও এখন সবচেয়ে জরূরী বিযয় হল নির্বাচন-কালীন সরকার ব্যাবস্হা ঠিক করা, কারন হিসাবে বলতে পারি: ১। যদি আন্দোলন চলে (আমি মনে করি না বিম্পি কোন আন্দোলন করতে পারবে বাআল এর বিরূদ্ধ্যে, তারপরও)..তাইলে আমরা ভুদাই জনগনই সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্হ হব। ২। বর্তমান সরকারে অধীনে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না এইটা আমার বলা লাগবে না, দেশের ৭৫% (বাকী ২৫% খাটী বাআল ধরে নিলাম) মানুষ মনে করে..এতে মনে হয় না কারো সন্দেহ আছে ৩। নিরপেক্ষ নির্বাচন না হলে দেশের অবস্হা আরও খারাপের দিকে যাবে যার ফলাফল একটি সামরিক সরকার হতে পারে.. ৪।

..... এইরকম অনেক কারন আছে ..অতএব নিরপেক্ষ নির্বাচনের জন্য একটা নির্বাচনকালীন সরকার দরকার যা কোন দলীয় নয় আবার যেন গনতন্ত্র পরিপন্হী ও না হয়: সেই আগের মত ১১ + KK জনের একটা সরকার হতে পারে: ১। ১১ জন হবে দল নিরপেক্ষ যার মধ্য থেকে একজন প্রধান হবেন ২। KK-জন হবেন বতর্মান সংসদে নির্বাচিত প্রতিটা দলের একজন করে সদস্য যিনি ও নির্বাচিত একজন সাংসদ (তিনি নির্বাচন করতে পারবেন না)। ৩। প্রথম ১১ জন নির্বাচিত হবেন সেভাবে, যেভাবে আমাদের দেশে নারী সাংসদ কিংবা প্রেসিডেন্ট নির্বাচিত হয়, অর্থাৎ, বর্তমান সংসদ শেষ হবার আগের দিন সব সাংসদ মিলে ঐ ১১ + KK-জনকে পরবর্তি ৩মাসের জন্য নির্বাচিত করে দিবেন।

এখন জাতির সামনে প্রশ্ন হল ১১জন কিভাবে সিলেক্ট হবে? ১। সংসদে ১০+ আসন পাওয়া প্রতিটা দল দুইটা করে তালিকা দিবেন যাতে ২০/৪০ জন ও ১০০/২০০ জনের নাম থাকবে ক্রমান্বয়ে তাদের পছন্দের নিরপেক্ষ ব্যাক্তি হিসাবে। ২। প্রথম তালিকা থেকে ক্রমান্বয়ে মিলে যাওয়া প্রথম ব্যাক্তিকে বাছাই করা হবে সরকার প্রধান হিসাবে আর দ্বিতীয় তালিকা থেকে একই ভাবে ১০জনকে নিয়ে ১১জন পূর্ন করা হবে। এইটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত, কারন আমি সংগাত চাই না, চাই সবাই মিলে মিশে থাকুক, একটা নিরপেক্ষ নির্বাচন হউক, জনগন তাদের পছন্দের দলকে নির্বাচিত করুক! তবে প্রধান হিসাবে আমার পছন্দের ব্যাক্তিরা হলেন (ক্রমান্বয়ে): ১।

ড.সালেহ উদ্দিন আহমেদ, সাবেক বাংলাদেশ ব্যাংক গভর্নর। ২। হাসান মাসউদ চৌধুরী, সাবেক সেনা প্রধান ৩। ড.আকবর আলী খান আপানাদের কেউ পছন্দের থাকলে বলতে পারেন আর এই রূপরেখার ভুল/দুর্বলতা বলতে পারেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.