আমাদের কথা খুঁজে নিন

   

সঞ্চয় নিয়ে কিছু ভাবনা

পরিশ্রমে সার্থকতা খুজেঁই চলছি। “ভবিষ্যতের ভাবনা ভাবাই জ্ঞানীর লণ” পবিত্র কালামে পাকে আল্লাহ রাব্বুল আলামীন ঘোষণা করেছেন- “আমি ততণ পর্যন্ত কোন জাতির ভাগ্যের পরিবর্তন করি না, যতণ পর্যন্ত না সে নিজে চেষ্টা করে। ” আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি- তা হলো সঞ্চয় এ প্রেেিত ছোট বেলার একটি কবিতা মনে পড়ে যায়- মৌমাছি, মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ঐ ফুল ফোটে বনে যাই মধু আহরণে দাড়াঁবার সময়তো নাই। কবিতাটিতে কবি কত সুন্দর এবং সাবলীলভাবে আমাদের উপার্জন ও সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন একবার ভাবুনতো। এখন আমরা জানতে- চেষ্টা করি সঞ্চয় কি এবং কেন সঞ্চয় প্রয়োজন?- সঞ্চয় হচ্ছে আপনার আমার ক্রান্তিকালীন মূহুর্তের বন্ধু।

আমরা জীবনে কখনও কোন বিপদের সম্মুখীন হব না এটা ভাবার কোন অবকাশ নেই। আমি সামান্য একটি উপমা দিয়ে আপানাদের সামনে সঞ্চয় এবং পরিকল্পিত জীবন যাপনের উপকারিতা সম্পর্কে বলতে চাই- বিশেষ করে দৈনন্দিন আয়ের মানুষের েেত্র বিষয়টি বেশী সুবিধাজনক বলে আমার ধারণা- ধরে নেয়া যাক আপনার মাসিক বাড়ীভ[ড়া ৬০০০/- টাকা। আপনার দৈনিক আয় ৫০০/- এখন আপনি ইচ্ছে করলে সমস্ত টাকাই খরচ করতে পারেন-এটা আপনার স্বাধীনতা। আর আপনি যদি চিন্তা করেন আমার দৈনিক বাড়ীভাড়া ২০০/- সাংসারিক খরচ-২০০/- ব্যক্তিগত খরচ ৫০/- অবশিষ্ট পঞ্চাশ টাকা আমার ভবিষ্যত। এভাবে আপনি নিজ বাসায় দুইটি টিনের কৌটায় বাড়ীভাড়া বাবদ ২০০/ এবং আরেকটি কৌটায় ভবিষ্যত সঞ্চয় বাবদ ৫০/- রেখে দিন।

দেখবেন মাসের ১ তারিখে বাড়ীভাড়ার জন্য দুশচিন্তা করতে হচ্ছে না আবার আপনার ঘরে ১৫,০০/- সঞ্চয়ও থাকছে। যা দিয়ে আপনি আপনার সংসারের বাড়তি চাহিদা পুরণ করতে সম হচ্ছেন। তবে ঘরে সঞ্চয় করলে একটি অসুবিধাও আছে টাকা হাতে থাকলে মন শুধু চায় কি করা যায়। তাই এই সঞ্চয়ের একটি বড় অংশ দিয়ে আপনি যে কোন ব্যাংক-এ দীর্ঘ মেয়াদি একটি ডিপিএস একাউন্ট খুলে সেখানে মাসে মাসে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.