আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমা মিডিয়ার প্রোপাগাণ্ডা

সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয় ১টি ১৯ বছরের চেচেন সন্ত্রাসীকে ধরতে ৯০০০ পুলিশ আমেরিকার ওয়াটার টাউন ঘিরে ফিলেছে, আর সব টিভি মিডিয়া সারাক্ষন সেটা লাইভ দেখাচ্ছে, কি তাদের ছোটাছুটি, বারবার ব্রিফিং, সতকর্তা...কতো ঘনঘটা, মাত্র ১৯ বছরের ১টি ছেলে, হোক সন্ত্রাসী, তাকে গ্রেপ্তার নিয়ে এই নাটকের আবতারনার মূল লক্ষ্য একটাই ইসলাম কে জঙ্গীবাদ বলে প্রচার করা। যাতে কিনা ইরান, সিরিয়া থেকে বাংলা-পাকিস্তান সব দখল করা যায়। প্রোপাগাণ্ডা কাকে বলে, কেমনে করে দেখতে হলে দেখুন বিবিসি - সিএনএন বা ইয়াহু। ইসরাইল যখন প্যলেস্টাইনে বোমা মারে এরা তখন এর ৫% প্রচারো করে না। আর এদেরই শিষ্য বাংলাদেশের প্রথম আলো সহ মিডিয়াগুলো ফটিকছড়ি নিয়ে মুখে কলুপ দিয়ে বসে থাকে আর জয়নাল হাজারী নিয়ে এমন চেচামেচি ও প্রোপাগাণ্ডা করে যে আওয়ামীলীগের ভরাডুবি (মাত্র ১.৬ শতাংশ ভোটের ব্যবধান সত্তেও) স্বাভাবিক বলে মনে হয় !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।