আমাদের কথা খুঁজে নিন

   

পশ্চিমা সভ্যতার কদর্যতা.....



সৃষ্টিকর্তা প্রকৃতিতে সব কিছুরই একটা নিয়ম বেধে দিয়েছেন। ফলে প্রকৃতির দিকে নজর দিলে সেই নিয়মের সুশৃঙ্খল প্রতিফলন লক্ষ্য করা যায়। প্রকৃতিতে এই নিয়মের ব্যতিক্রম ঘটানোর সামর্থ মানুষ ছাড়া অন্য কোন সৃষ্টির নেই। সব ক্ষেত্রে না হলেও অতি সামান্য ক্ষেত্রে মানুষ প্রকৃতির নিয়ম বদলিয়ে ফেলতে সচেষ্ট। সফল হোক আর নাই হোক মানুষ খোদার দেয়া জ্ঞান ও প্রজ্ঞা কাজে লাগিয়ে প্রকৃতিগত অনেক নিয়ম বদলিয়ে ফেলতে চায়।

এতে কিন্তু প্রকৃতির পরিবেশ নষ্ট হচ্ছে, ক্ষতিগ্রস্থ হচ্ছে মানুষই। সম্প্রতি নারী অধিকারের কথা জগত জুড়েই খুব আলোড়িত বিষয়ে পরিণত হয়েছে। এই শ্লোগানের প্রবক্তা হচ্ছে পাশ্চাত্য। এক সময় পাশ্চাত্য নারীকে তার অধিকার থেকে বঞ্চিত করে ভোগ করেছে, আর এ যুগে এসে পাশ্চাত্য নারীর অধিকার আদায়ের শ্লোগান তুলে নারীকে ভোগ করছে। নারী নামক জীবটি যে পশ্চিমাদের কাছে মানুষ নয় বরং উচ্ছৃংখল ভোগের জানুয়ার মাত্র তা বুঝা যাবে হটবার্ড সেটেলাইটে সম্প্রচারিত কিছু যৌন চ্যানেল দেখলে।

ধর্ম নারীকে যে স্থান দিয়েছে তা সম্পূর্ণ প্রকৃতি সম্মত। অর্থাৎ প্রকৃতি নারী ও পুরুষের অধিকারের যে সীমানা টেনে দিয়েছে ধর্মও সেই কথা বলছে। কিন্তু আজ নারী, প্রকৃতিতে সুবিন্যস্ত অধিকার অতিক্রম করার জন্য আন্দোলন করছে। তবে এটা অস্বীকার করার উপায় নেই একদল নির্বোধ পুরুষ ধর্মের নামে নারীকে ঘরে বা জুব্বার মধ্যে আবদ্ধ করে নারীকে যেমন ভোগের পণ্য হিসেবে ব্যবহার করছে তেমনী পাশ্চাত্য নারীকে যত বেশি সম্ভব নগ্ন করে ভোগ করছে। পাশ্চাত্যে উদ্ভাবিত পোষাক আশাক দেখলে আমার এই দাবীর যথার্থতা উপলব্ধি করতে কারো অসুবিধা হবে বলে মনে হয় না।

পাশ্চাত্য পুরুষের জন্য যে পোষাক উদ্ভাবন করে থাকে তাতে পুরুষের পূর্ণ দেহ সুন্দরভাবে আবৃত করা যাচ্ছে কিন্তু , মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ এর উল্টো। এক্ষেত্রে মেয়েদেরকে যতবেশি সম্ভব নগ্ন করা চেষ্টা হয়েছে। বর্তমানে প্রাচ্যের দেশগুলোতেও একদল কুরুচিসম্পন্ন নারী এবং লম্পট চরিত্রের পুরুষ পাশ্চাত্যেই এসব কদর্যতা আমদানীর জন্য কাজ করে যাচ্ছে। প্রসংগত আরেকটি বিষয় উল্লেখ করতে হচ্ছে, পাশ্চাত্যের কোন কোন দেশে সমকামীতাকে স্বীকৃতি দেয়া হয়েছে। এভাবে প্রকৃতি বিরুদ্ধ এই জঘন্যতাকে উৎসাহীত করা হয়েছে।

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে খৃষ্টান ধর্ম এবং পাদ্রীরা সমকামীতাকে পাপ মনে করলেও পাশ্চাত্যের চার্চগুলোতে সমকামীতা মহামারী আকার ধারণ করেছে। গতকাল সার্বিয়ার বেলগ্রেডে পুলিশ পাহারায় সমকামীরা প্যারেড অনুষ্ঠানের আয়োজন করেছিল, আর সেখানে সহিংসতায় পুলিশসহ আহত হয়েছে অর্ধশত মানূষ। (সূত্র দেখার জন্য এখানে ক্লিক করুন) কাজেই প্রকৃতির বিরুদ্ধে মানুষের এই তৎরতার ফল মানুষকেই ভোগ করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।