আমাদের কথা খুঁজে নিন

   

''''খোঁজ'''''''

কপালের লাল টিপে সুর্য দেখা সেই মানুষটা উদ্যাম ঝোড়ো বাতাসে আমায় বিলীন করতে চায়..... সিঁথির সিদুরে আলপনা আঁকতে চায় আমার কপোলে তালপাতার বাতাশে ঘুমোত চায়।।......... পায়ের আলতার ছাপে ভরে ফেলতে চায় তার উঠোন চায় ঘর জুড়ে কেউ নুপূরের রিনিঝিনি ছন্দে মাতিয়ে তুলুক চারপাশ...... কাশবনের ছায়ার আড়ালে রৌদ্র যেমন ছুঁয়োছুয়ি খেলে তেমন সূর্য ছোঁয়া ক্লান্ত প্রহরে খানিকটুকু নির্বাসন চায় কারো কোলে......... ও হে মানব, যাকে চাও আত্মার অলিতে গলিতে............. খুজে দেখ পাবে, তাকে হৃদয়ের গভীর অনুভূতিতে................  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।