আমাদের কথা খুঁজে নিন

   

খোঁজ........................

বাংলা আমার...................

বুকের মধ্য জ্বলছে জ্বলে দারুন কষ্টে'র আগুন কারো বুকে চৈত্রের খড়া কারো সুখের ফাগুন। কারো বুকে কষ্ট পাহাড় কারো শীতল নদী কষ্ট পাহাড় বাষ্প হয়ে উরে যেতো যদি। কারো বুকে পাথর চাঁপা কারো স্নিগ্ধ ঝর্না কারো জীবন সাদা-কালো কারো রঙের বর্ণা পৃথিবীতে দুঃখ আর সুখ পিঠা-পিঠি ভাই কষ্টের যাতন আছে বলেই সুখের মজা পাই। __________________________ ________________ ________ স্বপ্নবাজ মতিউর রহমান মিঠু ২২' নবেম্বর-২০০৯ ইং বনশ্রী,রামপুরা,ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।