আমাদের কথা খুঁজে নিন

   

বিলুপ্ত হচ্ছে হটমেইল!

হটমেইল ব্র্যান্ডের ইমেইল সেবা আর পাওয়া যাবে না। ইন্টারনেট বিশ্বের সবচেয়ে নন্দিত সেবামাধ্যম হচ্ছে ইমেইল। আর এ যোগাযোগ মাধ্যমের সূচনা ১৯৯০ সালে। আজকের ইমেইল বিশ্বকে সমৃদ্ধ করেছে হটমেইল। তবে হটমেইল ব্র্যান্ড আর থাকছে না।

এমন তথ্যই দিয়েছে মাইক্রোসফট সূত্র। তবে হতাশ হওয়ার কিছু নেই। নতুন ব্র্যান্ডনেম আউটলুক ডটকমেই হটমেইলের সব সেবা। অর্থাৎ হটমেইলের সব গ্রাহক এখন আউটলুক ব্র্যান্ডে সেবা গ্রহণ করতে পারবেন। নতুন ধারার ইমেইল সেবা প্রবর্তনে হটমেইলকে অব্যাহত না রেখে আউটলুক ডটকম তৈরি হয়েছে।

চমৎকার সব ফিচারে আউটলুককে উপস্থাপন করতে মাইক্রোসফট শেষ মুহূর্তের কাজ করছে। গত ৮ বছরে ইমেইল সেবায় গ্রাহকদের ধ্যানধারণা অনেক আধুনিক হয়েছে। ইমেইল এখন আর শুধু ইলেকট্রনিক বার্তার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং পূর্ণাঙ্গ একটি যোগাযোগমাধ্যমে দাবি রাখে। এ ধারণা থেকেই একেবারে নব অবয়বে হটমেইলকে ঢেলে সাজাতেই আউটলুকের আগমন হচ্ছে।

লিংক: বাংলা নিউজ ২৪ডট কম। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.