আমাদের কথা খুঁজে নিন

   

আপনার ছেলে ইভটিজার : এজন্য আপনিই দায়ী

আহমাদ ইউসুফ ইভটিজিং একটি চলমান ইস্যু। এটা বর্তমানে আমার গলার কাটা হয়ে দাড়িয়েছে। গ্রাম থেকে শহরে এমনকি অজ পাড়াগাঁয়ে ইভটিজিংয়ের মতো মারাত্মক ব্যাধি ছড়িয়ে পড়েছে। তারই সাথে সাথে ইভটিজিং রোধে বিস্তর আলোচনা, কর্মসূচি গ্রহন করা হয়েছে। কিন্তু কোনো টি ফলপ্রসু হয়েছে কিনা তা প্রশ্ন সাপেক্ষ।

সংবাদপত্র, ব্লগ, সামাজিক যোগাযোগ সাইটে এ বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে। হচ্ছে, এবং বিষয়টি এখনো চলমান আছে। সামহোয়্যার ইন ব্লগ ইভটিজিং রোধে প্রশংসনীয় উদ্যোগ গ্রহন করেছে। ইভটিজিং আমাদের সমাজের এতটা গভীরে প্রবেশ করেছে তা এখানে এসেই বুঝতে পারলাম। এ ব্লগের সকল ব্লগার, প্রশাসক ইভটিজিংয়ের কারন প্রতিকার বিষয়ে মুল্যবান মতামত দিয়েছেন ।

আমি এই সমাজের একজন সচেতন সদস্য হিসাবে ইভ টিজিং রোধে আমার ব্যক্তিগত মতামত উপস্থাপন করলামঃ আমাদের আসলে গোড়াতেই সমস্যা। আমরা অভিভাবকরা নিজেরাই যেখানে নীতি নৈতিকতার চর্চা করিনা যেখানে আমাদের ভবিষ্যত প্রজন্ম কি করে মহাপুরুষ হয়ে জন্ম নেবে? আমি আগে বলেছি ইভটিজিং কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা আমাদের সমাজের সামগ্রিক অধঃপতনের বহিঃপ্রকাশ। একজন মানুষ কতটা খারাপ হলে, কতটা নীতিবর্জিত বদমাশ হলে একজন নারীকে (যে কিনা তারই মা-বোনের মতো) বিরক্ত বা উত্ত্যক্ত করতে পারে? এখন ধরুন, আপনার ছেলে একজন ইভটিজার। এক্ষেত্রে আপনার দায় কতটুকু? আমি বলি আপনিই ৮০% দায়ী।

আপনিই আপনার ছেলেকে একজন ইভটিজার হিসাবে গড়ে উঠতে সাহায্য করেছেন। জানি আপনি অস্বীকার করতে চাইবেন। কিন্তু এটাই সত্য যে আপনি আপনার ছেলের নৈতিক অধঃপতনের জন্য দায়ী। কারন আপনি আপনার সন্তানকে শিশু অবস্থায় নুন্যতম নৈতিক শিক্ষার চর্চা করান নি । বাচ্চাদের যাবতীয় অন্যায় আবদার আপনি মেনে নিয়েছেন, যার ফলে আপনার সন্তান কখনো বুঝতেই পারেনি কোনটি সঠিক আর কোনটি বেঠিক।

আপনি আপনার সন্তানের বিনোদনের কথা কখনো ভাবেননি। যার ফলে আপনার সন্তান আপনাকে অনুসরণ করে খুব অল্প বয়সেই পাশ্চত্য সংস্কৃতির (সিনেমা, ড্রামা সিরিয়াল দেখে দেখে) প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে এবং নিজেই বাস্তব অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য কিংবা সাময়িক ভালোলাগা অর্জনে মেয়েদেরকে কটুক্তি করতে দ্বিধান্বিত হচ্ছে না। অর্থাৎ ইভটিজিং এর সূত্রপাত আপনিই করছেন! সুতরাং অভিভাবক হিসাবে আপনারই আগে বিচার হোয়া উচিত। ইভটিজিং একটি সামাজিক সমস্যা। দিন দিন এটা প্রকট আকার ধারন করছে।

ইভটিজিং রোধে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রচলিত আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। শুধু মাত্র পুরুষই ইভটিজিং প্রতিরোধ করবে এটা ঠিক নয়। নারীদের আরো সচেতন হতে হবে। প্রতিবাদী হতে হবে।

এছাড়াও পর্নোগ্রাফি তরুন মস্তিষ্ককে ব্যাপকভাবে প্রভাবিত করে। পর্নোগ্রাফির অবাধ প্রচলন মোবাইলের ব্লুটুথ প্রযুক্তির মতো এক তরুন থেকে অন্য তরুনদের মাঝে ইভটিজিং এর ভূত সোয়ার করে (অনেকেই আমার সাথে একমত না হতে পারেন)। আমাদের নারীদের উদ্দেশ্যে বলছি, বন্ধুত্ব বা প্রেমের ব্যাপারে একটু রক্ষনশীলতা অবলম্বন করলে খুব কি মানবাধিকার খর্ব হয়ে যাবে? ক্ষতিটা কিন্তু শেষ পর্যন্ত আপনাদেরই হয়। আমাদের সমাজ সভ্যতা এতটা তো এগুইনি। যাই হোক ইভটিজিং আমাদের কারো কাম্য নয়।

আমরা চাই এদেশের মাটি থেকে ইভ টিজিং চিরতরে নির্মুল হোক। আহমেদ ইউসুফ ঢাকা, ০৭ আগষ্ট ২০১২ ইং। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.