আমাদের কথা খুঁজে নিন

   

ডিএসই এর সাইটে, কোন শেয়ার এর দাম, আপনার আগে থেকে সেট করা দামে পৌছানোর সাথে সাথে যদি আপনার মোবাইলে মেসেজ দেয় তবে কি আপনার উপকার হবে?

http://technologybrief.blogspot.com/

এমন যদি হয়, আপনি কোনো ওয়েবসাইটকে বলে রাখলেন যে, তিতাস গ্যাস এর শেয়ার এর দাম ৭৩০ টাকা হলে আমাকে একটা এসএমএস দিও। এখন আপনার হয়ে ডিএসই এর সাইট সারাক্ষন মনিটর করবে সেই ওয়েবসাইটটি আর আপনি মনের সুখে আফিসের কাজ করতে থাকলেন কিম্বা মনের আনন্দে গান গাইতে গাইতে বন্ধুদের সাথে আড্ডা মারতে থাকলেন। আর ওয়েবসাইটটি আপনার বলা দাম ধরে মনিটর করতে থাকল এবং শেয়ার এর দাম আপনার আগে সেট করা দামে পৌছানোর সাথে সাথে আপনাকে এসএমএস করে দিল আর আপনি এসএমএস পাওয়ার সাথে সাথে ফোন করে কিনে নিলেন আথবা বিক্রি করে দিলেন আপনার শেয়ারটি। শত ব্যাস্ততার মাঝেও আপনি কোন প্রকার খাটনি ছাড়াই এভাবে যদি নটিফিকেশন পান তাইলে কি আপনার উপকার হবে? যদি পার এসএমএস ৫ টাকা কিম্বা ১০ টাকা চার্জ করা হয় তাহলে কি আপনি মনে করেন যে আপনার ৫/১০ টাকা ব্যাপার না তারপরও এরকম একটা সুযোগ থাকলে সুযগটা নিবেন, আপনার উপকার হবে? জ্যি না আমি জানি না এমন কোনো সাইট ঢাকার শেয়ার বাজার মনিটর করে এমন সার্ভিস দেয় কিনা। তবে আমি এরকম একটা এ্যপ্লিকেশন ডেভেলপ করতে চাচ্ছি, কিন্তু শেয়ার মার্কেট সমম্পকে ভালো ধারণা নেয় বলে আমি ঠিক বুজছি না, এটা আসলে মানুষের কেমন উপকারে আসবে, কিম্বা মানুষ এই ৫/১০ টাকা করে এসএমএস চার্জ ধরলে সেবাটিকে কিভাবে নিবে।

আর আমি সেবাটি ফ্রী দিতে পারছি না কারণ, আমার এসএমএস পাঠাতে টাকা লাগবে, এ্যডভের্টাইজ করতে হবে, একটা সারভার নিতে হবে – মানে আমার ইনভেস্টমেন্টের সাথে অপারেটিং কস্টও পড়বে। তবে আমি নিজেই প্রোগরামার বলে এ্যপ্লিকেশন ডেভেলপ করতে মোটামুটি আমার মাথা আর শ্রম ই যথেষ্ট । হ্যা আপনাদের এইসব বলছি কারণ, আমি একা একা আসলে এটা শুরু করলে সফলভাবে শেষ করা কঠিন হবে কারণ, আমি চাকরি করি। সময়টা আমার জন্য আনেক বড় ব্যাপার। সুতরাং মার্কেটিং এর হেল্প দরকার, ইনভেস্টমেন্টের হেল্প দরকার।

তবে ইনভেস্টমেন্ট খুব বেশি লাগবে না। তাই যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমার সাথে এই বিজনেসে ইনভেস্ট করতে তবে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইনভেস্ট খুবই কম লাগবে, সমস্ত টেকনিক্যাল বিষয় আমি দেখব। সুতরাং আপনার প্রোগরামিং জ্জান শুন্য হলেও সমস্যা নাই। তবে মার্কেটিং এ আমি প্ল্যানিং এ হেল্প করব কিন্তু এক্টিভ থাকতে হবে আপনাকে।

আর টেকনিক্যাল বিষয় পুরাটা আমি একাই দেখব। আপনি যদি আমার সাথে এই বিজনেস করতে চান তাইলে আমার সাথে যোগাযোগ করুন। আর সেবাটি নিতে চান কিনা, বিজনেসটা আদৌ চলবে কিনা, কেন চলবে না, এর আসুবিধা কি এইগুলো একটু কমেন্টস আকারে জানালে উপকার হয়। ধান্যবাদ। মোবাইল ঃ +৮৮০১৯১৯০৯৪২৪৬ ইমেইল ঃ



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.