আমাদের কথা খুঁজে নিন

   

আপনার মিসেসকে বিপদের সময় রক্ত দিলাম তাই বলে কি আপনার মিসেস আমার?? আর আপনার মিসেসের প্রতি যখন যা ইচ্ছে হবে তাই করবো আমি?

www.banasree.com ভারত আমাদের অত্যন্ত নিকটবর্তী , বন্ধু প্রতিম প্রিয় একটা দেশ । যার সাথে সম্পর্ক ভালো রাখাটা আমাদের সার্থের জন্যই দরকার। ৭১ এ বাংলাদেশকে স্বাধীন করার প্রশ্নে ভারতের অবদান অনস্বিকার্য। কিন্তু এই ভারত কি জন্য এতো উৎসাহি হয়ে আমাদের স্বাধীন করেছে তা যেন ধীরে ধীরে প্রতিয়মান হয়ে উঠছে । এই কি আমরা চেয়ে ছিলাম।

আমরা কি বংগবন্ধু কিংবা শহীদ জিয়া কারোরই ডাক না শুনে পাকিস্থানকে ভারতের হাতেই ছেড়ে দিয়েছিলান ? আমাদের স্বাধীনতা কি শুধুই ভারতীয় বাহীনির অর্জন? আমাদের এতো গুলো মানুষের রক্ত কি এমনি এমনি দান করতে হয়েছে? আজকে ভারত তার পূর্ববর্তী ইনভেস্টমেন্টের সুদে আসলে তোলার জণ্য উন্মাদ হয়ে গেছে । তারা তাদের সাহায্যের বদলা বাংলার সন্তানদের রক্তের বিনিময়ে নিচ্ছে। কিন্তু আমাদের নতজানু পররাষ্ট্রনীতি এর কোনো প্রতিবাদতো দূরের কথা সত্যিকার আলোচনাও করতে পারেনি। আমি একজন বর্ডার এলকার মানুষ। সত্যিকার নিয়ম যদি পালন করা হতো তাহলে প্রতিদিন ৫ দশটা ভারতীয়কে আমাদের বিডিআর রা গুলি করে মারতে পারতো ।

আসলে আমাদের দেশের গরু ব্যাবসায়িরা যে সবাই সাধু সেটা বলবোনা কিন্তু এর জন্য মুলত কে দায়ী সেটা কখনই দেখা হয়না। কাজের প্রয়োজনে ভারত , নেপাল ও পাকিস্থানের অধিকাংশ রাজ্য ঘুরে দেখার সুযোগ হয়েছে আমার । আজকে বিহার রাজ্য অচল হয়ে যাবে যদি তারা বাংলাদেশে গরু সাপ্লাই না করে। আরো অনেক প্রোডাক্টের উদাহরন দিতে পারবো কিন্তু সেটা আমার বলার বিষয় নয়। আমার প্রশ্ন প্রতিবেশির কাছে আমাদের এই ধরনের আচরন আর কত সহ্য করতে হবে? আপনার মিসেসকে বিপদের সময় রক্ত দিলাম তাই বলে কি আপনার মিসেস আমার?? আর আপনার মিসেসের প্রতি যখন যা ইচ্ছে হবে তাই করবো আমি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.