আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল দিয়ে বাংলা লিখে SMS করুন, FB-তে status দিন অথবা Blog লিখুন খুব সহজেই কোন সফটওয়্যার ছাড়া!


কিন্তু এখন মোবাইল দিয়েই বাংলা টেক্সট লিখতে পারাটা অবিশ্বাসের কিছু না। মোবাইল দিয়ে বাংলা লেখার কিছু পদ্ধতি আছে। আজ আপনাদের একটি সহজ পদ্ধতির সাথে পরিচয় করিয়ে দিবো। এই পদ্ধতি ব্যবহার করে আপনি Online-এ খুব সহজে বাংলা লিখতে পারবেন। আপনাকে যা করতে হবে তা হচ্ছে প্রথমে এই ওয়েবসাইটটি jagobd.co.cc/bangla-writer ওপেন করুন।

এরপর দেখুন ওয়েবসাইটতে দুটি টেক্সট বক্স আছে। উপরের টেক্সট বক্সটি লেখার জন্যে এবং নিচের টেক্সট বক্সটি আপনি উপরের টেক্সট বক্সটিতে যা লিখবেন তা বাংলা টেক্সটে কনভার্ট করে আউটপুট ফলাফল দেওয়ার জন্য। এবার মূল কথাই আসা যাক... অনলাইন বাংলা রাইটার যেভাবে ব্যবহার করবেনঃ আমরা সবাই কম্পিউটারের বাংলা অভ্র রাইটার এর সাথে পরিচিত। ভাবছেন অভ্র রাইটারের কথা কেন বলছি তাইতো? অভ্র রাইটারের কথা বলছি কারন বাংলা লেখার জন্য অভ্র সব থেকে সহজ মাধ্যম। এবং এটি ব্যবহার করে সবাই খুব সহজেই বাংলা লিখতে পারে।

আর তাই আমরা আমাদের অনলাইন বাংলা রাইটার ওয়েবসাইট টিতে অভ্র বাংলা রাইটিং Keymap ব্যবহার করেছি। এর ফলে আপনারা ওয়েবসাইটি থেকে অভ্র স্টাইলে বাংলা লিখতে পারবেন । আর এজন্য আপনাকে অভ্র বা অন্য কোন সফটওয়্যার ব্যবহার করতে হবেনা! প্রথমে আমাদের অনলাইন বাংলা রাইটার ওয়েবসাইটটিতে প্রবেশ করুন "jagobd.co.cc/bangla-writer" দেখুন সমস্ত keymap দেওয়া আছে অর্থাৎ কোন ইংলিশ অক্ষরে কি বাংলা বর্ণ তা উল্লেখ করা আছে আপনাদের সুবিধার জন্য। এরপর দেখুন মাঝামাঝি দুটি টেক্সট বক্স আছে । উপরের টেক্সট বক্সটিতে আপনার বাংলিশ টেক্সট লিখুন অর্থাৎ ইংলিশ অক্ষর ব্যবহার করে বাংলা উচ্চারণে লিখুন যেভাবে অভ্র রাইটারে লিখতে হই।

লেখা শেষ হলে চেক করে নিন ঠিক মতো লেখা আসছেকিনা। আপনি symbian OperaMini user হলে ওকে বাটন প্রেস করলেই টেক্সট Auto convert process শুরু হয়ে যাবে। আর যদি অন্য Browser বা অন্য opera User হন তবে "Convert to Bangla" এই বাটনটিতে ওকে করুন। Page reload process শুরু হবে.. Reload complete হলে দেখুন আপনার বাংলিশ টেক্সটি বাংলাতে কনভার্ট হয়ে নিচে Show করছে। আপনি যদি মোবাইল ব্যবহারকারি হন তাহলে নিচের টেক্সট বক্সটিতে চারকোনা চারকোনা বিকৃতো টেক্সট দেখতে পাবেন।

এতে ভয় পাওয়ার কিছু নেই। টেক্সটগুলো বাংলাতেই আছে কিন্তু মোবাইল টেক্সট বক্সের ভিতরের বাংলা টেক্সট Show করতে পারেনা তাই বক্স এর ভিতরের টেক্সট গুলো চারকোনা চারকোনা Show করে। এটি PC থেকে হলে বাংলা টেক্সটই Show করত। এজন্য মোবাইল ব্যবহারকারিদের কথা মাথায় রেখে বাংলা টেক্সট গুলো বক্সের বাইরে show করানোর ব্যবস্থা করা আছে। নিচের টেক্সট বক্সটির ঠিক নিচেই খেয়াল করুন দেখুন সেখানে আপনার বাংলিশ লেখা অনুযায়ী বাংলা টেক্সট Show করছে।

ঠিক একই লেখাটি টেক্সট বক্সটির মধ্যেও আছে কিন্তু আগেই বলেছি, মোবাইল বক্সের ভিতরের বাংলা টেক্সট show করতে পারেনা। এভাবে যত খুশি লিখুন। লেখা সম্পূর্ণ শেষ হওয়ার পর আপনার মাথাই প্রশ্ন আসছে লেখাটি আপনি আপনার ইচ্ছা মতো জায়গাই কিভাবে ব্যবহার করবেন?? চিন্তার কিছু নেই। আপনি Opera Mini user হলে, নিচে যে টেক্সট বক্সটিতে চারকোনা চারকোনা বা বিকৃত টেক্সট ছিল তা select করে... এর উপরে আপনার মোবাইল এর ওকে বাটন চেপে ধরুন একটু পরেই দেখুন কিছু অপশন ওপেন হয়েছে। অপশন গুলোর মধ্যে থেকে কপিতে ওকে করলেই বক্সের ভিতরের সমস্ত টেক্সট কপি হয়ে যাবে।

এখন লেখাটি আপনি আপনার ইচ্ছা মতো জায়গাই Paste করে ব্যবহার করুন। Nokia Symbian user দের জন্যে Paste করার পদ্ধতিটি হচ্ছেঃ যেখানে লেখাটি Paste করতে চান সেখানে ( Edit button + right softkey) Edit button অর্থাৎ Pen sign যুক্ত বাটনটি চেপে ধরলে দেখতে পাবেন উপরে ডান দিকে নিচের কোনায় Paste অপশনটি Show করছে, তখন Right softkey press করলেই আপনার কপিকৃত টেক্সটি Paste হয়ে যাবে। আর আপনি যদি Opera mini এরই কোন জায়গাই Paste করতে চান তাহলে যে টেক্সট বক্স এ লেখা Paste করতে চান তার উপর ওকে বাটন চেপে ধরুন যেভাবে কপি করেছিলেন একইভাবে কিন্তু এবার অপশন আসার পর Paste এ ওকে করুন। টেক্সট বক্স এর মধ্যে টেক্সট Paste করার পরেও চারকোনা চারকোনা দেখাবে। কারণ আগেও বলেছি মোবাইল টেক্সট বক্সের ভিতরের বাংলা টেক্সট Show করতে পারেনা।

এতে চিন্তার কিছু নেই... আপনি যখন টেক্সটটি Submit বা Post করে দিবেন তখন টেক্সটি আর টেক্সট বক্সের ভিতরে থাকবেনা তাই টেক্সটি বাংলাতেই Show করবে। এভাবে আপনি টেক্সট লিখার পর তা কপি করে Facebook এর status bar এ paste করে ফেসবুক এর Status দিতে পারেন অথবা এই একই পদ্ধতি ব্যবহার করে blog লিখতে বা যেকনো জায়গাই বাংলাই comment করতে পারবেন। আমি সবার বুঝার সুবিধার্থে বর্ণনা করে লিখছি তাই পদ্ধতিটি অনেক কঠিন মনে হচ্ছে যা মোটেই কঠিন নয়। নিজে একবার করে দেখুন কতটা সহজ। এই রাইটারটি যে শুধু মোবাইল এর জন্যেই তা নয়।

এটি কম্পিউটারেও ব্যবহার করতে পারবেন। PC তে বার বার Load হওয়ার ঝামেলা নেই সবকিছু Automatic কাজ করে। আর কম্পিউটার এর Copy/Paste সিস্টেমটি সবাই জানেন তাই আর নতুন করে বলার কিছু নেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.