আমাদের কথা খুঁজে নিন

   

মোবাইল সারুখানা !! যারা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করেন বা মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার ইচ্ছা আছে তাদের জন্য – Nokia Light Sollution । সংগ্রহে রাখতে পারেন ।

সকলে আমার সালাম নিবেন । আশা করছি যে সকলে পরম করুনাময় আল্লাহর কৃপায় ভালই আছেন । আমি অনেক দিন যাবত এই সাইটটির সাথে যুক্ত আছি কারণ আমি ভালবাসি প্রযুক্তিকে । আর আমি এটা জানি যে, প্রযুক্তির নিত্য নতুন তথ্য আমি এখান থেকেই পেয়ে আচ্ছি এবং পাবো ।
আপনারা হয়ত এই টিউনটির টাইটেল দেখে ভাবতে পারেন যে, আমি টিউনটির টাইটেলে মোবাইল সারাইখানা শব্দটি ব্যবহার না করে কেন মোবাইল সারুখানা শব্দটি ব্যবহার করলাম ।

টিউনটির টাইটেলে মোবাইল সারুখানা শব্দটি ব্যবহার করার একটাই কারণ যে, আমি মোবাইল সার্ভিসিং – কাজ এর কিছুই পারি না । অনেকদিন আগে ভেবেছিলাম যে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখব কিন্তু ভাগ্যের ফেরে তার কিছু ই আমি শিখতে পারি নি ।
কিন্তু আমার একটা খারাপ নেশা ছিল যে, আমি যখন ভাবি যে, আমাকে এই কাজটি শিখতে হবে তখন থেকেই আমি ঐ কাজটি শেখার জন্য প্রয়োজনীয় জিনিস গুলো সংগ্রহ করতে থাকি । ঠিক তেমনি মোবাইল সার্ভিসিং এর কাজ শেখার জন্য কিছু প্রয়োজনীয় ফাইল সংগ্রহ করি । আর ভাবছি যে, নিজে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে পারি নি তাতে কি ? যাদের শেখার ইচ্ছা আছে বা যারা মোবাইল সার্ভিসিং এর কাজ করে তাদের জন্য আমি এক এক করে আমার কালেকশন করা মোবাইল সার্ভিসিং বিষয় ওক ফাইল গুলো শেয়ার করব ।


যাক কাজের কথায় আছি । আপনার ফোনের ডিসপ্লে লাইটের সমস্যা সমাধানের জন্য এটি হয়ত আপনার কাজে লাগতে পারে ।
আসুন আমরা এবার দেখে নিই যে, এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কোন কোন মডেলের ডিসপ্লে লাইটের সমস্যার সমাধান পাবেন ।


তো যাদের যাদের এটি প্রয়োজন তারা আর দেরি না করে এখনি ডাউনলোড তরে নিন এখান থেকে ডাউনলোড করতে ক্লিক মারুন এখানে – Nokia Light Sollution
 

বিশেষ দ্রষ্টব্য -  আবার ও আমি দুঃখের সাথে জানাচ্ছি যে, আমি আপনাদের প্রাকটিকালি ভাবে কিছু শেখাতে পারব না । আর তার কারণ আমি পূর্বে-ই বলেছি ।

কোন ভূল হলে ক্ষমা করবেন ।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.