আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণের পোষ্ট পেইড সিমে p1প্যাকেজ ব্যবহার না করেই stop করে দিলাম

সামহয়ােরেলখহর্িচ্ছা গ্রামীণ ফোন কোম্পানির একটি পোস্ট পেইড সিম ব্যবহার করছিলাম কয়েক বছর ধরে। এই সিমটি দিয়ে খুব একটা ফোনের ব্যবহার করতাম না। পোস্ট পেইড সিম হওয়ায় প্রতিমাসে মিনিমাম বিল দিতে হতো । সেই ভেবে সিমটিকে যথাযথ কাজে লাগানোর প্রেক্ষিতে সম্প্রতি এই সিম দিয়ে ইন্টারনেট ব্যবহারের মনোবাসনা হলো। গ্রাহক সেবা অপারেটিং বিভাগে কোন প্যাকেজ সুবিধা ভালো হবে জানতে ফোন করলাম।

তারা জানালেন স্যার আপনি p1 প্যাকেজ ব্যবহার করতে পারেন। এটা আপনার জন্য সাশ্রয়ী হবে। ১ হাজার টাকা ভরে মোবাইলের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার শুরু করলাম। ৩ দিন যেতে না যেতেই মোবাইলে sms এলো আপনার একাউন্টে ৫২০ টাকা বাকী আছে। ভরলাম আরও ৫২০ টাকা ।

এরদুইদিন পর আবার sms পরিশোধের জন্য বলা হলো আরও প্রায় ৫০০ টাকা। আবার ফোন করলাম কাস্টমার কেয়ারে। ভাই ঘন ঘন টাকা পরিশোধের sms কেন করছেন । মানে, ঘটনাটি বলতেই রিসিভকারী বললেন এখন আপনি এই সুবিধাটি বাদ দিতে চাইলে stop লিখে অপারেটরে sms পাঠিয়ে দিন । আর যদি নতুন সুবিধা নিতে চান তাহলে আপনি p2 প্যাকেজ ব্যবহার করতে পারেন।

তাহলে আপনার সাশ্রয়ী হবে। কোন উত্তর না দিয়ে ৫০০ টাকা সিমে ভরে stop লিখে smsকরলাম 5000 নাম্বারে । এরপর আর সেই সিম ব্যবহার করিনি। মধ্যবিত্ত পরিবারের মানুষ আমি । এই সিম আমার কাছে হাতি পালার সমান মনে হলো।

বর্তমানে সিমটি বন্ধ রেখেও আতংক কাটেনি। কবে জানাবে তারা আপনার এত টাকা বিল বাকী আছে দ্রুত পরিশোধ করুন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.