আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীণের খুব ভালো পদক্ষেপ-ভন্ডামির নতুন রূপ।



গ্রামীণফোন ইন্টারনেট পি-ওয়ান সার্ভিস কিছুটা পালটে বেশ ভালোই প্রশংসা কুড়াচ্ছে। ভালোই, কিন্তু আমি যে মাসে হাজার টাকা দিয়ে আনলিমিটেড নিয়ে গতকাল সন্ধ্যা থেকে নেট পাচ্ছিনা তার কি হবে? ফোন দিলে বলে টেকনিক্যাল সমস্যা। গতকাল থেকে নেট কানেক্ট হয় কিন্তু কোন ডাটা রিসিভ করে না। আরেকটা প্রি-পেইড সিম লাগিয়ে দেখলাম, ওইটাতে কাজ হচ্ছে। এর আগে তাদের 'টেকনিক্যাল সমস্যা'-র কারণে আমাকে প্রায় সাড়ে সাতশো টাকা গুনতে হয়েছিলো।

কমপ্লেন করার পরে ফিডব্যাকের জন্য ৩দিন সময় চেয়ে ১২দিন পরে ফোন দিয়ে বলে, সমস্যায় তাদের কোন দোষ নাই, বিল আমাকেই গুনতে হবে। সব কথা বাদ, এই মাত্র মাস কয়েক আগে নেটের বিল চার্জিং সিস্টেম পাল্টালো তারা। ফলশ্রুতিতে আমাকে এক মাসে অতিরিক্ত এক হাজার টাকা দিতে হলো। একবার বিল ক্রেডিট লিমিট অতিক্রম করার পর আমি নেট ইউজ করতে পারলামনা ঠিকই, কিন্তু ৩৩টাকা করে প্রতিদিন বিলের সাথে যোগ হতে থাকলো। নেট ডি-একটিভেট করতে হলে আবার সেই বিল দিয়ে নিতে হবে, নাহলে প্রতিদিন করে বিলের সাথে ৩৩টাকা করে বাড়তি পাওনা হতে থাকবে।

এখন আমার সাইবার ক্যাফের বিল কি গ্রামীণ ফোন দিবে??????? নাকি আমার সাইবার ক্যাফের বিল গ্রামীণের প্রশংসকরা দিবে????? কারো কি মনে হয় দ্বিতীয় বিকল্প তৈরী হবার পর কেউ গ্রামীণ-ইন্টারনেট ব্যবহার করবে??? দ্যাখেন, আপনার বিবেক কি বলে?


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.