আমাদের কথা খুঁজে নিন

   

একাকী

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন রাত যখন আরও গভীর হয়, আমি তখন আবার হাঁটতে বের হই । হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে গিয়ে বসি । পুকুর পাড়ের শুনশান নীরবতা আমার খুব ভালো লাগে । আর আকাশে রুপালি থালার মতো একটা চাঁদ থাকলে তো কথাই নেই । জ্যোৎস্না ভেজা রাত আমি একা একা পুকুর পাড়ে বসে বিনা কষ্টে নির্ঘুম কাটিয়ে দিতে পারি ।

সাথে শুধু মোবাইল আর হেডফোন থাকলেই চলে । কিছুক্ষণ চলবে ঠাণ্ডা মেজাজের গান, কিছুক্ষণ গান চড়বে আমার নিজের গলায় । গিটার বাজানোটা শিখি শিখি করেও শেখা হলনা । কি আর করা? খালি গলাতেই গাই; আমার গান পুকুরের ওপাড়ে প্রতিধ্বনিত হয়ে আর এপাড়ে ফিরে আসে না- কোথায় যেন মিলিয়ে যায় । মন চায় এমনি করে নিজেও একসময় হারিয়ে যাই! এভাবেই একসময় ভোর হয় ।

ভোর হতেই পুবাকাশে কুসুম-সূর্য ওঠে, আমি আস্তে আস্তে শিশির-ভেজা ঘাসের ওপর দিয়ে খালি পায়ে হাটি... তাজা শিশিরের স্নিগ্ধ পরশ আমার হৃদয় ছুঁয়ে যায় । আর এভাবেই নতুন দিনের হয় শুরু , শুরু হয় নতুন করে পথচলা । শুরু হয় আরও একটি একাকী দিনযাপন... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।