আমাদের কথা খুঁজে নিন

   

একাকী আমি

এ কি নাটকের শেষ? নাকি নতুন নাটকের গোড়াপত্তন? জানা নেই কিচ্ছু জানা নেই আমার শুধু জানি, সময়গুলো থমকে গেছে উচ্ছ্বাস এখন নিরবতার নীড়ে প্রিয়জন গেছে আপন পথে আমার ঘরে এখন নিঃসঙ্গতার দাপাদাপি অবাক চোখে চেয়ে দেখি এখন আমার আঁধার ঘরে কেউ নেই আজ আর আলো জ্বালাতে অবাক হয়ে ভাবি শুধু এখন আমার নিরবতায় কেউ মাতেনা হৃদয় পীড়নে আচ্ছা, একটুও কি মনে পড়ে না এই হেয়ালি আমাকে তোমার? একটুও কি নাড়া দেয় না স্মৃতিগুলো হৃদয়ে তোমার? আমি তো বেঁচে রই নিশিদিন পথ চেয়ে শুধুই ফেরার ফিরবে না কি কোনদিন? আসবে না এই জীবনে আমার? খেয়ালি সময় যে বয়ে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।