আমাদের কথা খুঁজে নিন

   

মাগরিবের নামাজে কি ঈমামের ভুল হলো?

ভাঙ্গতে পারবে না আমি ভঙ্গুর নই। ছুঁতে পারবে না কভু যদি ক্ষিপ্র হই। আজকে মালেশিয়ান এক ভাইয়ের সাথে মাগরিবের নামাজ পড়লাম আমি। উনি ঈমাম হয়েছিলেন। ২ রাকাতের পরে বৈঠকে উনি তাশাহুদ শেষ করে "আল্লাহুম্মা সাল্লিয়ালা মুহাম্মাদিউ অ আলা আলি মুহাম্মাদ" পড়ে উঠে দাড়ালেন তৃতীয় রাকাত পড়ার জন্য।

আমি শুনতে পেয়েছি কারণ উনি একটু জোরে জোরেই পড়ছিলেন, এবং ২ জনের জামাত হওয়ায় আমি উনার পাশেই বসেছিলাম। তৃতীয় রাকাত শেষে আবারো তাশাহুদ শেষে "আল্লাহুম্মা সাল্লিয়ালা মুহাম্মাদিউ অ আলা আলি মুহাম্মাদ" বলে সালাম ফিরিয়ে নামাজ শেষ করলেন। দুরুদ শরীফের সম্পুর্ণ অংশ পড়েননি "আল্লাহুম্মা সাল্লিয়ালা মুহাম্মাদিউ ................... ইন্নাকা হামিদুম মাজিদ"। আমি পরিস্কার শুনতে পেয়েছি কারণ উনি স্বাভাবিক ফিশফিশিয়ে পড়ার তুলনায় জোরেই পড়ছিলেন। আমরা কি করি: ২য় রাকাত শেষে দরুদ শরীফ না পড়ে তাশাহুদ পড়ে উঠে দাড়াই, এবং ৩য় রাকাত শেষে তাশাহুদ শেষে দরুদ শরীফ পড়ে নামাজ শেষ করি, এবং আমরা দুরুদ শরীফের সম্পুর্ণ অংশ পড়ে তারপরে সালাম ফিরাই।

এখন প্রশ্ন হলো কারো কি কিছু জানা আছে এই ব্যাপারে? উনি কি কোন ভুল করলেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।