আমাদের কথা খুঁজে নিন

   

‘নাগরিক সুবিধার জন্য জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক নয়’

Nothing Special To Write নাগরিক সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক না করার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্বাচন কমিশন বা সরকার জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ এর ধারা ১১(১) অনুযায়ী সরকারি গেজেটে নাগরিক সুবিধা পেতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শনের জন্য বলা যেতে পারে, কিন্তু তা বাধ্যতামূলক করা হয়নি।’ দেশের সব জায়গায় জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম স¤পন্ন না হওয়া পর্যন্ত তা বাধ্যতামূলক করা, কিংবা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি দেওয়ার জন্য কাউকে বাধ্য করা যাবে না বলে আইনে উল্লেখ রয়েছে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র না থাকায় কাউকে নাগরিক সুবিধা পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত করা যাবে না বলেও আইনে উল্লেখ রয়েছে। ***** কিন্তু মোবাইল কোম্পানিগুলো সিম কেনার সময় ইউনিভার্সিটির পরিচয়পত্র দেখাইলে এমন একটা ভাব নেয় আর বলে যে জাতীয় পরিচয়পত্র ছাড়া সিম দিবে না ******

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.