আমাদের কথা খুঁজে নিন

   

জি-মেইলের সাথে পাল্লা দিতে মাইক্রোসফট আনলো Outlook.Com

ফেসবুকে আমারে "বিডি আইডল" নামে সার্চ দিয়া পাওয়া যাবে স্বল্পমাত্রায় বিজ্ঞাপন--আনলিমিটেড স্টোরেজ--বিল্ট ইন স্কাইপ গতকালই চালু হলো মাইক্রোসফটের নতুন ওয়েব বেসড ই-মেইল সার্ভিস Outlook.Com। মূলত জিমেইলের জনপ্রিয়তায় ভাগ বসাতেই এই নতুন সার্ভিস। বর্তমানে এটি হটমেইল থেকে আলাদা সার্ভিস হলেও ধারণা করা যায় অদূর ভবিৎষতে দুটোকে এক করে ফেলা যাবে। হটমেইলের লগইন দিয়েই এটিতে লগইন করা যায়। লগইন করলে আপনি আপানার @Outlook.Com এড্রেস তৈরি তৈরি করে নিতে পারবেন।

আগের হটমেইলের ঠিকানায় পাঠানো সব মেইল নতুন ঠিকানায় চলে আসবে। আর হটমেইল ঠিকানা (বা উইন্ডোজ লাইভ একাউন্ট) না থাকলে সরাসরি সাইন আপ করে নতুন @Outlook.Com ই-মেইল এড্রেস তৈরি করে নেয়া যাবে এক মিনিটের মধ্যেই। ইনবক্স খুবই স্লিক এবং উইন্ডোজ ৮ এর মেট্রো স্টাইলের আদলে তৈরি। ইনব্ক্স থেকেই নতুন কনটাক্ট আ্যড করা, টুইটার ও ফেসবুকে ইন্টিগ্রেশন করার ব্যবস্হা রাখা আছে। নতুন ই-মেইল কম্পোজ পেজটি চমৎকার! স্কাইপ চ্যাট এখনও চালু না হলেও অপশন আছে এবং চালু হবে খুব শীঘ্রই।

যাদের লাইভ একাউন্ট আছে অথবা নতুন করে একাউন্ট তৈরি করবেন...আ্যড করতে পারেন আমাকে bdidol আ্যাট outlook.com। আরো তথ্য  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.