আমাদের কথা খুঁজে নিন

   

জিমেইলের পটভূমিতে নিজের ছবি

জিমেইল সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। জিমেইলে থীম ব্যবহারের সুবিধা অনেক আগেই দিয়েছে সাথে ছিলো নিজস্ব থীম ব্যবহারের সুবিধা। সমপ্রতি নিজস্ব থীমে নিজস্ব ছবি আপলোড করার সুযোগ দিলো। ফলে ব্যবহারকারীরা জিমেইলে নিজের পছন্দের ছবি ব্যবহার করতে পারবে। এজন্য জিমেইলে লগইন করে Mail Settings এ ক্লিক করুন।

এবার Themes ট্যাবে ক্লিক করে নিচে Create your own theme এ ক্লিক করুন তাহলে পপআপ উইন্ডো চালু হবে। এবার মূল অংশে (উপরে) ক্লিক করলে Main Background নামে একটি রঙের চার্ট আসবে যার নিচে Background Image এর Select এ ক্লিক করলে একটি পপআপ উইন্ডো আসবে। এখানে পিকাসা এ্যালবাম থেকে ছবি পছন্দ করে অথবা কম্পিউটার থেকে JPG, GIF বা PNG ফরম্যাটের ছবি আপলোড করে সেট করুন। এভাবে ফুটারের ছবিও যুক্ত করতে পারেন। সব শেষে Save বাটনে ক্লিক করে দেখুন জিমেইলে ছবিটি দেখা যাচ্ছে।

ধন্যবাদ......... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.