আমাদের কথা খুঁজে নিন

   

জিমেইলের ভার্চুয়াল ড্রাইভ ( সামুতে আমার শেষ পোস্ট)



আর কতদিন হলে সামুতে প্রথম পাতায় লেখার সুযোগ পাওয়া যাবে ? যদি সামুর কেউ পড়ে থাকেন তাহলে জানাবেন। অবৈধ কিছু লিখছি না আমি যাতে আইন অমান্য হবে। আমি প্রযুক্তি বিষয়ক বিভিন্ন লেখা বিভিন্ন ব্লগে লিখি। কোন ব্লগে এরকম কড়াকড়ি দেখিনি। যারা খারাপ ব্লগিং করে তাদের জন্য আমার মতো অনেক ব্লগার বিরক্তিকর নিয়মের মধ্যে পড়ছে।

মনে হচ্ছে লেখা না পড়েই এখানে মডারেট করা হয়....হায়রে অদ্ভূত বিচার!!!! যাহোক লেখা কেউ না পড়লে সেটা চালিয়ে যাওয়ার মানে হয় না....তাই সামুতে এটাই আমার শেষ লেখা। সবাই কেমন আছেন এই শীতে ? নিশ্চই ভালো আছেন। আপনার গায়ে শীত বস্ত্র আছে,সুতরাং আপনার শীতে খারাপ থাকার কথা না। একবার ভাবুন,যাদের গায়ে শীত বস্ত্র নেই,শীত নিবারনের সামর্থ্য নেই তাদের কী অবস্থা….না,থাক কি দরকার তাদের কথা ভাবার! অনেকের মতো বিবেকের দরজায় তালা মেরে আপাতত বিষয়টা এড়িয়ে যাই। মুল লেখার বিষয়ে আসি।

অনেক সময় বিভিন্ন গুরুত্বপূর্ন ফাইল অনলাইনে সংরক্ষন করে রাখার প্রয়োজন হয়। জিমেইলের সাহায্যে অনলাইনে ফাইল সংরক্ষন করা যায়। জিমেইল ব্যবহারকারীরা ’জিমেইল ড্রাইভ’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে জিমেইলে ফাইল সংরক্ষন করার প্রক্রিয়াটি সহজ করে নিতে পারেন। মাত্র ৩৭১ কিলোবাইটের এই সফটওয়্যারটি Click This Link ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর পিসিতে সফটওয়্যারটি ইনস্টল করুন।

এখন মাই কম্পিউটারে ঢুকে দেখুন ’জিমেইল ড্রাইভ’ নামে নতুন একটি ড্রাইভ তৈরী হয়েছে,এটি আপনার কম্পিউটারে ভার্চুয়াল ড্রাইভ হিসেবে কাজ করবে। অন্যান্য ড্রাইভের মতোই এটি পিসিতে প্রদর্শিত হবে। আপনার জিমেইল ব্যবহারকারী নাম ও গোপন b¤^i দিয়ে ড্রাইভটি খুলুন। এখন আপনার কাংখিত ফাইল কপি পেস্ট করে ভার্চুয়াল ড্রাইভে রেখে দিন । এছাড়া আপনার কাংখিত ফাইলে মাউস রেখে ডান ক্লীক দিয়ে send to/gmail drive অপশনে ক্লীক করলেই ফাইলটি ভার্চুয়াল ড্রাইভে চলে যাবে।

আর বেশি কিছু বলতে পারছি না। গায়ে মোটা সোয়েটার তবু শীত লাগছে। অন্য অনেকের মতো বিবেকের দরজায় তালা লাগাতে চেয়েছিলাম বলেই হয়তো শীতটা বেশী লাগছে। কি করবো বলুন!শেষ পর্যন্ত আমিও যে মানুষ। মানুষ বলেই শীতার্ত মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করি।

আপনারও যদি নিজেকে মানুষ মনে হয় তাহলে একজন শীতার্তের পাশে দাড়ান। ১০০% নিশ্চিত থাকুন কোন কনসার্ট বা ধুম ধাড়াক্কা সিনেমাও আপনাকে এতো আনন্দ দেবে না যতটা একজন গরীব শীতার্তের পাশে থেকে পাবেন। বিদায় সামহোয়্যারইন ব্লগ.....

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.