আমাদের কথা খুঁজে নিন

   

ছুটল ছুটিতে দূরপাল্লার ট্রেন

বিধাতা আমাদের দুটি চোখ দিয়েছেন তাঁর সুন্দর সৃষ্টি দেখতে।তেমনি তাকে যাচাই-বাছাই করার জন্য বিশাল একটা মনও দিয়েছেন। সুন্দর দুটি চোখ দিয়ে সবার দিকে সম্মান সুলভ দৃষ্টিতে তাকান। মন দিয়ে যত পারেন সন্দেহ কম করেন। ছুটল ছুটিতে দূরপাল্লার ট্রেন ছুটতে ছুটতে এসে গেল আশ্বিন আগে আর পরে ছোটাছুটি ছোটাছুটি মাঝখানে কিছু ছুটি কাটানোর দিন ছুটির ঘুড়িটা ছুটির আকাশে ওড়ে ঘুড়িতে ঘুড়িতে ছুটির লড়াই লাগে ছুটির মাঞ্জা পাঞ্জা লড়তে এলো দেখি কার ঘুড়ি ছুটি পেয়ে যায় আগে৷ ছুটির পাখীটা ছটফট করে রোজ খাঁচায় বন্দী পালাতে পারে না তাই দানাপানি তাকে যতই দাওনা তুমি পাখীর কিন্তু ছুটির আকাশ চাই৷ ভোরের মাটিতে শিউলিফুলের ছুটি মেটে রং ডাকে সবুজকে আয় আয় রংগুলো হয় একাকার ছুটি পেলে ঘাসের সবুজ রোদ্দুরে মিশে যায় রোদ্দুরে ছুটি পেয়ে গেল প্রজাপতি - যেখানে ইচ্ছে, যতবার খুশি ঘোরে ডানায় ডানায় ছুটির দিগ্বিজয় দিগ্বিজয় রঙে আর রঙে ছুটির নিশান ওড়ে৷ বছর ত্রিশেক চাকরি বাকরি করে কামালেন জেঠু নিয়েছেন অবসর দূরদর্শনে দেখছেন ছুটি ছুটি পেয়েছেন ছুটি অনেক বছর পর মনে পড়ে তাঁর আরেক জনের কথা ধিতাং ধিতাং বোলের ছন্দে সুরে ছোটালেন তিনি গানের অজস্রতা কাটা ছিল তাঁর টিকিট অনেক দূরে ছুটল ছুটিতে দূরপাল্লার ট্রেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।