আমাদের কথা খুঁজে নিন

   

কিউরিয়াস মাইন্ড ওয়ান্টস টু নো ...

হঠাৎ হঠাৎ লিখতে হয় ঘটনা নং ১# আপনাদের মনে আছে লাকি আক্তারের কথা ? হ্যাঁ ফেব্রুয়ারীর ১১ তারিখের কথা বলছি ! সেদিন লাকি নির্মমভাবে নির্যাতিত হয় খোদ শাহবাগ চত্ত্বরে । কোন এক নেতা কে বক্তৃতা দিতে না দেওয়ায় পিছন থেকে কে বা কারা যেন আচমকায় তার উপর হামলা করে । এতে লাকি আহত হয় এবং হাসপাতালে ও ভর্তি থাকে । কারা করেছে সেটা সেদিনের ভিডিও দেখলেই স্পষ্ঠতই বোঝা যায় । নারী মুক্তির পক্ষে যারা কথা বলে তাদের কেউ কি এই নিয়ে মাঠে নেমেছে ? সুশীল সমাজ এটার বিচার চেয়ে ব্লগ বা ফেসবুকে আন্দোলনের ঝড় তুলেছে ? না তুলে নি ! কারণ কি ? কারণ দোষীদের মধ্যে কারো গায়ে আলখেল্লা পান্জাবি, মাথায় টুপি বা মুখ ভর্তি দাঁড়ি ছিল না আর তাই এই নিরবতা ! কিন্তু এই লাকী কে নিয়ে গতকাল যখন একটি স্যাটোয়ার প্রকাশ করে প্রথম আলো তখন সেই লাকীর হয়ে সুশীল সমাজ ব্লগ ও ফেসবুকে ঝড় তুলে ! ঘটনা নং ২# হেফাজতে ইসলামীর লংমার্চের দিনে সাংবাদিক নাদিয়া শারমিন এর উপর আঘাত করা হল ।

ভিডিও ফুটেজে দেখা যায় ২জন 'হুজুর' তাকে উগ্র জনসাধারণ থেকে নিরাপদ করার চেষ্টা করেছিল আর একটু দুরেই পুলিশ দাঁড়িয়ে ছিল । যদি এই ঘটনা নিয়ে অনেক তর্ক বির্কত আছে তবু মেনে নিলাম হেফাজত ইসলামের হুজুর লংমার্চ শেষে ফেরার পথে তাকে মেরেছে । আর এই নিয়ে হুজুরদের গুষ্ঠি উদ্ধার করার জন্য সুশীল সমাজের সকলে এবং নারী মুক্তি আন্দোলনের কর্মীরা পরদিন থেকে রাস্তায় নেমে মানবন্ধন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন সহ এদের বিরুদ্ধে অনতিবিল্মবে আইনী পদক্ষেপ নেয়ার মত কর্মসূচি শুরু করল । আর ভার্চুয়াল জগতের ব্লগ, ফেসবুকে তো হুজুরদের বিরুদ্ধে পোস্টে পোস্টে সয়লাব হয়ে গেল । পরে হেফাজতের পক্ষ থেকে এই বিষয়ে প্রেস বিফিং করে দুঃখ প্রকাশ করা হয় ।

ঘটনা নং ৩# গতকাল জাবিতে পহেলা বৈশাখের অনুষ্ঠানে ২জন ছাত্রীকে যৌণ হয়রানির ঘটনা ঘটেছে । এই ঘটনায় কোন নারী মুক্তির কর্মীরা এখনো রাস্তায় নামে নাই আর সুশীল সমাজও ব্লগ বা ফেসবুকেও দোষীদের শাস্তি চেয়েছে এমন কোন পোস্ট এখন ও দেখছি না ! এর কারণ কি ? কারন আর কিছুই না ! ওই দোষীরা আলখেল্লা পান্জাবী পড়ে না, তাদের মাথায় টুপি থাকে না, গাল ভর্তি দাঁডি নেই আর তাই এই নিরবতা ! উপরের ৩টি ঘটনাই নারী সংঘঠিত । কিন্তু সকল শাহবাগী, সুশীল সমাজ আর নারী মুক্তির পক্ষের লোকেরা একই ধরনের ঘটনার জন্য দুমুখো নীতি অবলম্ভন করায় তাদের প্রতি আমার ছোট একটা প্রশ্ন, এই দু মুখো নীতি আর কত দিন দেখতে হবে বাঙ্গালী জাতিকে ? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।