আমাদের কথা খুঁজে নিন

   

কিউরিয়াস মাইন্ড ওয়ান্ট টু নো...

আত্মনির্ভরশীল,দুর্নীতি-স্বজনপ্রীতি মুক্ত একটি শিল্পোন্নত আধুনিক সুশিক্ষিত বাংলাদেশ আমরা তরুনরাই গড়ে তুলতে পারি। আর সে জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। আমি জানি এই পোস্টটা পইড়া অনেকে আমারে ছাগু,ছুপা ছাগু,পাকিবীর্য ইত্যাদি উপাধি দিবেন। আমি তাদের জন্য প্রথমেই বলে নেই,আমি আমার লাইফে কোনো জামাত,শিবির,ছাত্রদল বা ছাত্রলীগের কোনো সংগঠনে নাম লিখাইনাই। বড়ই সাদামাটা জীবন যাপন করসি।

সবসময়ই কোন জিনিসটা ঠিক,তা বুঝারচেষ্টা করসি। আজকে যখন রাজাকার দের ফাঁসির দাবি উঠসে তখন আমি সর্বত ভাবে সাপোর্ট করসি। যাদের নামে মামলা করা হইসে তাদের নিয়া কোনো সন্দেহ নাই যে তারা '৭১এ এদেশে পাক হানাদার বাহিনীদের সাহায্য করসিলো। বাট একটাই খটকা। দেলোয়ার সাঈদীর বয়স উইকিপিডিয়া অনুযায়ী ৭৩, জন্ম তার ১৯৪২ সালে।

কিন্তু তাকে দেখে ঠিক ৭৩ বছরের বৃদ্ধ মনে হয় না। সে নাকি এখনও পান খেয়ে তার সাড়ে ৭ ইঞ্চি ম্যাশিন চালায়। হিসাব তো মিলে না ভাইসাব। গোআ র বয়স ৯২ বলা আছে। সেটা বুঝা যায়।

কিন্তু সাঈদীর বয়স বড়জোর ৫০-৫৫ -৬০ হইতে পারে। ৭২ কেমনে হয়? যদি ৬০ হয় তো যুদ্ধের সময় বয়স ছিল ১৮-২০,এই বয়সী একজন ৫০টা খুন সহ রেপ,লুটপাট করসে,বলতেই হবে শালার হেডমের বিরাট জোর ছিল... আমি ফেসবুকে একটা ছবি দেখসিলাম যেখানে সাঈদী যে আসলেই ৭১ এ পূর্ণবয়স্ক ছিল তার প্রমাণ ছিল। ঐটা আর খুঁজে পাচ্ছি না। কারও কাছে ওই ছবিটার লিঙ্ক থাকলে বা আরো কোনো প্রমাণ থাকলে কমেন্টে লিংক দিয়েন। দেইখা আমার মনের সংশয়টা দূর করি।

যারা গালাগালি করতাসেন,তাদের বলবো,যাস্ট লিঙ্ক দেন আমি দেখে নিই। গালাগালির চেয়ে যুক্তি শক্তি শালী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।