আমাদের কথা খুঁজে নিন

   

স্যার এর দাড়ি শেইভ করা ও আমরা তিন বান্ধবী

YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU তখন ক্লাস সিক্স এ মাত্র উঠেছি। ক্লাস শুরুর কিছুদিন পরেই ফেব্রুয়ারির ১৪ তারিখে ( মানে ভালবাসা দিবসে ) স্কুলে এক নতুন স্যার আসলো। স্যার ছিল ব্যাপক সুদর্শন আর ইয়াং । আমি আর আমার দুই বান্ধবী তমা আর রিনার কাছে তো স্যার রাজপুত্র তো আমরা মোটামোটি স্যারের প্রেমে পড়ে গেলাম একদিন ক্লাসের দরজার ছিদ্র দিয়ে দেখি স্যার আসছে, কিছুক্ষণ পর দেখি স্যার আমাদের ক্লাসেই আসছে । আমরা তো আনন্দে লাফালাফি শুরু করলাম ।

তো স্যার নিয়মিত ক্লাস নিতে থাকলেন। আমি আর রিনা ছিলাম ক্লাস ক্যাপটেন, আমি ক্লাসের সিটগুলোর তিন কলামের এক নাম্বার কলামের প্রথম সিটে বসতাম, রুপালি বসতো ৩ নাম্বার কলামের প্রথম সিটে। আমি আর তমা একসাথে বসতাম। স্যার ছিল একদম ফর্সা, মুখে খোঁচা খোঁচা দাড়ি। কিছু দিন পর স্যার দাড়ি শেইভ করে আসলেন।

স্যার শেইভ করায় স্যারের ফর্সা গাল একটু একটু সবুজ দেখা যাচ্ছিল আমি আর তমা বেপারটা নিয়ে অনেক কৌতুহলী হয়েও গেলাম । এর আগে কখনো এরকম দেখিনি তো তাই । স্যার কে দেখলেই শুধু হাসি আর রিনার দিকেও তাকাই। স্যার বলে হাসা হার্টের জন্য ভাল রিনা জিজ্ঞেস করলো আমরা কেন হাসি। আমাদের হাসি গেল বেড়ে।

আমরা আর হাসির কারণ বলিনা। ও প্রতিদিন জিজ্ঞেস করে আর আমরা আরো বেশি করে হাসি তো এভাবে দিন যেতে লাগলো। আমাদের ক্লাস ছিল ৪ তলায়। একদিন অন্য ক্লাসের মাঝে ক্লাস টেনের এক মেয়ে এসে আমাকে আর তমা কে ডেকে নিল। তিনতলায় ক্লাস টেনের বাংলা ক্লাস।

ক্লাস নেয় স্কুলের এক প্রবীণ ম্যাডাম। উনার কাজ ছিল পুরা স্কুলের কে কার সাথে প্রেম করে তা খুঁজে বের করা। আমি আর তমা গেলাম ভয় পেয়ে ম্যাডাম জিজ্ঞেস করলেন, তোমরা নাকি অর্ণব স্যারের ক্লাসে স্যার আর রিনা কে নিয়ে হাসাহাসি করো? তোমরা নাকি বলেছ স্যার আর রিনা প্রেম করে? রিনা আমার কাছে বিচার দিয়েছে। একটু ইয়াং আর সুন্দর স্যার দেখেছো আর শুরু করে দিয়েছ? আমরা তো পুরা শকড । তারপর ও আস্তে আস্তে বললাম, ম্যাডাম আমরা তো হাসি স্যার এর দাড়ি শেইভ করার পর গাল সবুজ হয়ে থাকে তা দেখে একথা শুনে ম্যাডাম সহ পুরা ক্লাসে হাসির রোল পড়ে গেল কারো হাসি আর থামেই না, আর ম্যাডাম আমাদের ক্লাসে যেতে বললেন পরে রিনার উপর অনেক রাগ হলেও হাসতে হাসতে ওকে আর কিছু বলা হয়নি ভাল থাকুন ওরে রে আমি একটা কবিতা লিখেছি আমার জীবনে লেখা দ্বিতীয় কবিতা :``>> :`> ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.