আমাদের কথা খুঁজে নিন

   

যুক্তরাষ্ট্রের অ্যাথলিটদের বিনোদনের ব্যবস্থা...

সাম্প্রদায়িকরা... নো কমেন্ট প্লিজ.... লন্ডনের রয়্যাল কলেজ অফ আর্ট। ভেতরে ঢুকলেই বিভিন্ন অলিম্পিক তারকার ছবি। টেবিল চেয়ারে অলিম্পিকের নানা নিশানা। আরো একটু ভেতরে ঢুকলে এবারে দেখা মিলবে জ্যান্ত তারকাদের। এবং সবাই অন্যতম সুপারপাওয়ার যুক্তরাষ্ট্রের।

পশ্চিম লন্ডনের এই কলেজটি ছেড়ে দেয়া হয়েছে আমেরিকান অ্যাথলিটদের বিনোদনের জন্য। নাম দেয়া হয়েছে টিম ইউএসএ হাউজ। এখানে অ্যাথলিটরা আসবেন, ঘুরবেন-ফিরবেন, কাটাবেন অবসর সময়। আড্ডা মারবেন যত খুশি। শুধু অ্যাথলিটরাই নন, যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটির স্টাফ এমনকি তাদের স্পন্সররাও আসবেন একে অন্যের সাথে দেখা করতে, গাল গপ্প মারতে।

কিন্তু শুধু আড্ডা মারলে তো আর পেট ভরবে না। তাই কলেজের টেরেসে বসানো হয়েছে ক্যান্টিন। পিপাসা মেটানোর আছে বার। অবসর কাটানোর জন্য আর কী লাগে? যুক্তরাষ্ট্রের অলিম্পিক কমিটির একজন কর্মকর্তা লিসা রেলিফোর্ড তো উচ্ছ্বাসে আহ্লাদিত। তিনি বললেন, "অনেক মজার।

দুদিনেই নিজেদের অনেক ভাগ্যবান মনে হচ্ছে। অ্যাথলিটরা আসছে, রিল্যাক্স করছে। সব চেয়ে মজা হচ্ছে কেউ যখন কোন স্বর্ণ পদক জিতছে। তারা এসে হৈ হুল্লোড় করছে, ছবি তুলছে। নিজেদের মুহুর্তগুলো স্মরনীয় করে রাখছে।

" শুধু যারা জিতছে তাদেরই যে বিনোদন হচ্ছে তা নয়, যারা হেরে যাচ্ছে তারাও আবার নতুন করে শুরু করার সাহস পাচ্ছেন দলের সবার কাছ থেকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.