আমাদের কথা খুঁজে নিন

   

আক্কাস বাবুর্চির বিয়ের ৩টি প্যাকেজ - যন্ত্রগণকের পাঠশালায় ক্লাউড কম্পিউটিং ১০১ কোর্সের ৩য় লেকচার - ক্লাউডের রকমফের

জাদুনগরের কড়চা আক্কাস বাবুর্চির কথা মনে আছে তো? বিয়ের খাবার দাবারের জন্য কমিউনিটি সেন্টারের ব্যবসা করে লালে লাল হয়ে গেছিলো। হাজার লোক বসার মতো ডাইনিং ও পার্টি হল, গান বাজনার এন্টারটেইনমেন্ট সিস্টেম, আর রান্না বান্নার হাড়ি পাতিল ছাড়াও রান্নার বাবুর্চি টিম, গান বাজনার জন্য ব্যান্ড, সবই সাপ্লাই দিতো আক্কাস। কিন্তু বিয়ের বাজার এখন বড়ই মন্দা যাচ্ছে। সবাই চায় অল্প খরচে কাজ সারতে। কাজেই একই রকমের বিয়ের প্যাকেজ দিয়ে কাজ হচ্ছেনা সবার, চাহিদা না মেলায় লোকজন চলে যাচ্ছে অন্য কমিউনিটি সেন্টারে।

অবস্থা বুঝে তাই আক্কাস চালু করে দিলো ৩ রকমের প্যাকেজ। খান বাহাদুর জমিরুদ্দিনের কথাই ধরা যাক। লোকজনের, থালাবাসন, টেবিল চেয়ারের অভাব নাই তার, আবার কাঁচের গিল্টি করা বাসন/গ্লাস ছাড়া বিয়ের আয়োজন চলবেনা তার দাওয়াতীদের। কেবল আক্কাসের বিশাল বড় ডাইনিং হলটাই ভাড়া নিতে চান জমিরুদ্দিন, বাকি সব কিছু চেয়ার টেবিল থালা বাসন সব আসবে ইতালি আর ফ্রান্স থেকে, আর বাবুর্চিও আসবে খোদ লখ্নৌ থেকে। আক্কাসের ডাইনিং হলে জমির সাহেবের লোকজন এসে রান্না অরে, টেবিল চেয়ার পেতে অতিথি আপ্যায়ন করবে।

শান শওকতের ব্যাপারে সব দায়িত্ব জমির সাহেবের লোক্জনই দেখবে। গাজী মাহমুদউল্লাহর চাহিদা অবশ্য অন্যরকম। ছেলের জন্মদিনে পার্টি দিবেন। উনার রান্নার লোক আছে, অনুষ্ঠানে গানবাজনারও লোকজন আছে, কাজেই আক্কাসের কাজ হবে পার্টি হল, টেবিল চেয়ার, রান্নার হাড়িপাতিল, আর মিউজিকের সিস্টেম ভাড়া দেয়া কেবল। আর প্রবাসী নজরুল মিয়ার গায়ে হলুদে আবার পুরো কাজটাই আক্কাসের হাতে থাকছে।

নজরুলের বাড়ি প্রত্যন্ত অঞ্চলে, কিন্তু মেয়েপক্ষের দাবি অনুসারে অনুষ্ঠানটা করতে হচ্ছে ঢাকায়। লোকবলের অভাব মেটানোর জন্য দ্বারস্ত হয়েছে আক্কাসের। হাড়ি পাতিল মিউজিক সেন্টার চেয়ার টেবিল তো বটেই, তার সাথে সাথে গান বাজ্না, রান্না বান্না সব কিছুর লোকজনও সাপ্লাই দিবে আক্কাস। পাত্রপক্ষ কেবল সময় মত হাজির হবে … এমনকি গায়ে হলুদে নাচানাচি করার জন্যও লোক ভাড়া দিবে আক্কাস। আক্কাস যে ৩ রকমেরপ্যাকেজ দিচ্ছে, সেটা খেয়াল করলে দেখবেন, প্রথমটায় আক্কাস কেবল তার অবকাঠামোটা ভাড়া দিচ্ছে, দ্বিতীয়টাতে দিচ্ছে অনুষ্ঠান করার উপযোগী সব সার্ভিস, আর শেষটাতে পুরা তৈরী একটা প্যাকেজ দিচ্ছে ভাড়া।

বিয়ে বা অনুষ্ঠানের পার্টিরা তাদের চাহিদা অনুযায়ী বেছে নিচ্ছে প্যাকেজ। ক্লাউডের শ্রেণীবিভাগটা বুঝতে হলে আমাদের এই উদাহরণটা কাজে লাগবে। যন্ত্রগণকের পাঠশালায় ক্লাউড কম্পিউটিং ১০১ কর্সের ৩য় লেকচারের মূল আলোচ্য বিষয় হলো ক্লাউড কম্পিউটিং এর নানা রকমের মডেল ও তাদের বৈশিষ্ট্য। মুক্তশিক্ষার এই কোর্সে অংশ নিতে হলে চলে আসুন লেকচারটির পাতায়।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।