আমাদের কথা খুঁজে নিন

   

আক্কাস আলী ও আমরা



শুরু তেই একটা গল্প বলি, সত্য গল্প । আমার পরিচিত একগ্রামের এটা পরিবার ছিল মোটামোটি শিক্ষিত, বিত্তশালী এবং ক্ষমতাশালী। ক্ষমতাশালী হওয়ার মূল কারণ হল পরিবার টি অতি ধর্ত ও বুদ্ধিমান। সর্বদা ভাই দের মধ্যে ঝগড়া ঝটি লেগেই থাকত কিন্তু নিজেদের বিভাদে অন্যকে নাক গলানোর সু্যোগ দিত না। এক দিন তাদের পরি বারের বড় মেয়ে পালিয়ে গেল অশিক্ষিত গরিব এক ছেলের সাথে, এনিয়ে অনেক দিন মামলা ও চলে, কিন্তু ঘটনা টা তেমন কেউ যানেনা।

এটা অল্প নমুনার একটা। বিপরীত ধর্মী অসংখ্য নমুনার আরও একটা গল্প হলে, প্রথম পরিবারে একজন ঐ সমাজের হর্তা কর্তা দের অন্যতম একজন। কর্তা ব্যক্তি জনাব আক্কাস আলীর কাছে সমাজের সর্ব স্তরের লোকজনের আনাঘোনা থাকে পারিবারিক , সামাজিক সর্ব সমাধানের । তাকে কখন ও অসহায় লোকের পক্ষ নিয়েছেন বা সঠিক সমাধান নিয়েছেন , এমন টা কেউই বলতে পারবে না । আহাম্মক সমাজ বাসীও কারনে অকারণে জনাব আক্কাস আলীর ভরসাই করে, গাধা সম্পদায় ভুক্ত ঐ লোক গুলো কখন ও চিনেও চিনতে পারেনা আক্কাস আলীদের, কেবল মাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য।

অতি পরিতাপের বিষয় হলে, আজ আমরা নিজ হাতে দেশটাকে আক্কাস আলীদের হাতে তুলে দিচ্ছি । আজ যুক্তরাষ্ট ও ভারত যখন আক্কাস আলীর ভুমিকা নিয়ে আমাদের দেশ এর ভাগ্য নির্ধারন করে , তখন কষ্টে বুকটা ফেটে যায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।