আমাদের কথা খুঁজে নিন

   

ক্রিস্টিয়ানো রোনালদো::: ২৫ টি মজাদার তথ্য। (পর্বঃ১)

এডিট করলাম রোনালদো ফ্যানদের জন্য এই এক্সক্লুসিভ পোস্ট। আশা করছি রোনালদো haters দেরও ভালো লাগবে। -------------------- ১. রোনালদোর বাবা আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ও অভিনেতা রোনাল্ড রিগ্যান এর নামানুসারে ছেলের নাম রাখেন রোনালদো। ২. CR7 নামে পর্তুগালে ফ্যাশনিস্ট রোনালদোর একটি বুটিক হাউস আছে। ৩. মাদাম তুসো’র জাদুঘরে রোনালদোর মোমের প্রতিকৃতি বিদ্যমান।

তা ২০১০ এর বিশ্বকাপের আগে উন্মোচিত হয়। ৪. রোনালদোকে ছোট বেলায় “cry-baby” ডাকা হত কারন তাঁর পাস থেকে তাঁর বন্ধুরা গোল করতে ব্যর্থ হলে সে কেঁদে ফেলত [এখনও সেই ভাব টা কাটে নাই ] ৫. এছাড়া রোনালদোকে “little-bee” ও বলা হত, কারন খেলার সময় তাঁকে কেউ ধরতে পারত না :পি [এখনও কেউ পারে না। ] ৬. সিআরসেভেন এর প্রিয় অভিনেত্রী হচ্ছেন আঞ্জেলিনা জোলি। *_* ৭. বাচ্চাকালে রোনালদো একবার তাঁর এক শিক্ষককে চেয়ার দিয়ে আঘাত করে। কারন ওই শিক্ষক রোনলাদোর মাদেইরার ধ্বনি উচ্চারণ নিয়ে মজা উড়াইত।

:@ ৮. রোনালদো সর্বপ্রথম পর্তুগীজ খেলোয়াড় যিনি কিনা ম্যানচেস্টারএর হয়ে খেলেছেন। ৯. ছোটবেলায় থাকতে রোনালদোর হৃৎপিণ্ডের অপারেশন হয়েছিলো। যার কারনে রোনালদোর ফুটবল ক্যারিয়ার ধ্বংস হয়ে যেতে পারত। কিন্তু অপারেশনটি সফল ভাবে সম্পন্ন হয়। [আলহামদুলিল্লাহ্‌] ১০. রোনালদোর একটা কিউট বাবু আছে, আর তার নাম ও ক্রিস্টিয়ানো।

১১. রোনালদো কিন্তু খুবই ভালো টেবিল টেনিস খেলোয়াড়। ১২. ইংলিশ প্রিমিয়ার লীগে ম্যানচেস্টা ইউনাটেডের এর ১০০০তম গোলটি রোনালদোই করেন। ১৩. রোনালদো হরর ফিল্ম দেখতে অনেক পছন্দ করেন। {ভয়ে আমার হাত পা কাপতাসে } ১৪. স্কুলে রোনালদোর প্রিয় বিষয় ছিল। ইতিহাস।

[প্রিয় তো হবেই কারন এই রোনালদো নিজেই তো ইতিহাস ভাঙ্গাগড়া করতে পছন্দ করেন। ] ১৫. ছোটবেলা থেকেই রোনালদো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখতেন, এর জন্য তিনি তাঁর বিছানার পাশে ফুটবল নিয়ে ঘুমাতেন। ------------------- আমার দেখা সবচেয়ে “স্টাইলিশ ফ্রিকিক টেকার” হচ্ছেন এই ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তস আভেইরো। [আমার ব্যাক্তিগত মতামত] ভালো লাগলে আরো অনেক কিছু শেয়ার করব। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।