আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদ শাখায় শীর্ষে তিন চ্যানেল, চ্যানেল আই, এটিএন বাংলা, বৈশাখী টিভি

কোন কোন সময় আমি একা হয়ে যাই সর্বশেষ প্রকাশিত টিআরপির জিপিআই অনুযায়ী সংবাদ শাখায় শীর্ষে রয়েছে চ্যানেল আই। ১৫৫ শতাংশ জিপিআই ও ৬৩০.১ জিআরপি (গ্রস রেটিং পয়েন্টস) নিয়ে চ্যানেলটি চলে এসেছে তালিকার শীর্ষে। ২৯তম সপ্তাহের (জুলাই ১৪-২০) টিআরপির জিপিআই অনুযায়ী সংবাদ শাখায় ২ নম্বর চ্যানেল এটিএন বাংলা। এর জিপিআই রেকর্ড করা হয়েছে ১১৪ শতাংশ। ৩ নম্বরে রয়েছে বৈশাখী টিভি সংবাদ।

এর জিপিআই ছিল ১১১ শতাংশ। একুশে টেলিভিশন সংবাদ রয়েছে তালিকার ৪ নম্বরে। এর জিপিআই রেকর্ড করা হয়েছে ১০৭ শতাংশ। বাংলাদেশ টেলিভিশন সংবাদ রয়েছে ৫ নম্বর অবস্থানে। এর জিপিআই ১০৫ শতাংশ।

১০৩ শতাংশ জিপিআই নিয়ে মাছরাঙা রয়েছে ৬ নম্বরে। আরটিভি সংবাদের অবস্থান ৭ নম্বরে। এর জিপিআই ছিল ৯৬ শতাংশ। ৯৫ শতাংশ জিপিআই রেকর্ড করা হয়েছে চ্যানেল টোয়েন্টিফোর সংবাদের। এটি রয়েছে ৮ নম্বরে।

বাংলাভিশন রয়েছে ৯ নম্বরে। এর জিপিআই ছিল ৯৪ শতাংশ। ৯৪ শতাংশ জিপিআই নিয়ে দেশটিভি রয়েছে ১০ নম্বরে। এনটিভি রয়েছে ১১ নম্বরে। এর জিপিআই ছিল ৯২ শতাংশ।

১২ নম্বরে রয়েছে দিগন্ত সংবাদ। এর জিপিআই ছিল ৭৮ শতাংশ। তালিকার সর্বশেষ অবস্থান ১৩ নম্বরে রয়েছে মাইটিভি সংবাদ। এর জিপিআই রেকর্ড করা হয়েছে ৩৭ শতাংশ। সুত্রঃ বার্তা২৪ ডটনেট/এসএফ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.