আমাদের কথা খুঁজে নিন

   

সংবাদ মাধ্যমে সংবাদ নেই, ফেসবুকই ভরসা

................................................................................নতুন............ ব্লগার................ http://ukbdnews.com/comments/1277-2013-02-23-03-18-45.html দেশ নিয়ে প্রবাসীদের উদ্বেগের শেষ নেই। সম্ভবতঃ মাতৃভূমি ও স্বজনদের নিয়ে বেশী ভাবাটাই এই উদ্বেগের কারণ। আর তাই বাঙালী অধ্যুষিত পূর্ব লন্ডনে হাঁটাচলার সময় পরিচিতজনের মুখোমুখী হলেই একটি প্রশ্নের সম্মুখীন হতে হয়। প্রশ্নটি হচ্চেছ-দেশের খবর কী? কী হচ্চেছ, কী হবে?। সংবাদপত্রের মানুষ বলে অনেকের ধারণা আমার কাছেই সকল খবরের ভান্ডার।

আর তাই দেশের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সবসময়ই আপডেট থাকতে হয়। কিন্তু সাংবাদিকদের কাছে খবর তো আর এমনিতে উড়ে আসে না। কোনো না কোনো সোর্স থেকে খবরটি নিয়ে যাচাই-বাচাই করে সেটা সংবাদপত্রে ছাপতে হয় বা কাউকে বলতে হয়। আর এজন্য বিভিন্ন সংবাদপত্রের অনলাইন ভার্সন ও চবিবশ ঘন্টার অনলাইন নিউজ পোর্টালগুলোর উপরই বেশী ভরসা করতে হয়। মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে জঘন্য কুটুক্তি ও ধর্ম বিদ্বেষের প্রতিবাদে শুক্রবার দেশে আহবান করা হয় বিক্ষোভ কর্মসূচির।

৪ লক্ষাধিক মসজিদ থেকে একযোগে মিছিল বের করার ঘোষণা দেয়া হয় আগের দিন। তাই অন্যদের মতো আমারও দেশ নিয়ে উদ্বেগের কমতি ছিলোনা। কী হবে দেশে? আলেম সমাজকে কিভাবে মোকাবেলা করবে পুলিশ? দেশে কি রক্তক্ষয়ী কোনো সংঘর্ষ দেখা দেবে? এসব নিয়ে উদ্বেগের শেষ ছিলোনা। আর সেই উদ্বেগ থেকেই শুক্রবার ভোররাতে ঘুম ভেঙ্গে যায়। বেডসাইট টেবিলে রাখা ল্যাপটপটি অন করে সোজাসাজি বিডিনিউজ২৪.কম ব্রাউজ করি।

কারন দেশের সর্বশেষ নির্ভরযোগ্য খবরটি জানতে আমরা সর্বাধিক পঠিত এই অনলাইন পোর্টালটিতে ভরসা করে থাকি। কিন্তু মুল পেইজে গিয়ে অনেকটা হতাশ হলাম। তেমন কোনো সংবাদ নেই। বাংলা সংস্করণে সংক্ষিপ্ত সচিত্র একটি প্রতিবেদন। ছবিতে ৭/৮ জন পুলিশকে বুন্দুক তাক করে গুলি ছুড়তে দেখা যাচ্চেছ।

পাশে ধোঁয়া উড়ছে। তবে সেখানে মিছিল-সমাবেশ কিংবা কোনো মানুষের উপস্থিতি নেই। মুল পেইজের ডান পাশেই শাহবাগ নিয়ে বিরাট সচিত্রসংবাদ। শিরোনাম- আন্দোলনকারীরা আবার শাহবাগে ফিরছে। বিস্তারিত :: http://ukbdnews.com/comments/1277-2013-02-23-03-18-45.html  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.