আমাদের কথা খুঁজে নিন

   

৪৫ বছর পর্যন্ত খেলবেন শচীন!

রান ও সেঞ্চুরির দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছেন বেশ আগে। অধরা বিশ্বকাপ জিতেছেন গত বছর। এ বছর শততম সেঞ্চুরির দেখা পেয়েছেন, সাংসদও হয়েছেন। বলতে গেলে সবই পাওয়া হয়ে গেছে শচীন টেন্ডুলকারের। এখন বাকি আছে কেবল ক্রিকেটকে বিদায় জানানো।

কিন্তু কবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন লিটল মাস্টার? শচীনের অবসর নেওয়া নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। শচীন অবশ্য সব সময়ই বলে এসেছেন, অবসর নেওয়ার সময় তাঁর এখনো আসেনি। তবে এবার তিনি ইঙ্গিত দিলেন ৪৫-এর আগে অবসর নেওয়ার কোনো ভাবনাই নেই লিটল মাস্টারের। মুম্বাইয়ে বিএমডব্লিউর একটি নতুন মডেলের গাড়ির বাজারজাতকরণ উদ্বোধন করতে গিয়ে শচীন বলেন, ‘আগামী পাঁচ-ছয় বছর পর কী করব, সেটা বলা কঠিন। ’ শচীন বলেন, ‘আমি তখনই ক্রিকেট ছাড়ব, যখন অন্য কিছুতে মনোযোগ দিতে পারব।

এ মুহূর্ত পর্যন্ত আমার সমস্ত মনোযোগ ক্রিকেটে। ’ বিশ্বকাপ জয়ের পরই শোনা যাচ্ছিল, যেকোনো সময় অবসরের ঘোষণাটা দিয়ে ফেলতে পারেন শচীন। পরে গণমাধ্যমে বলা হচ্ছিল, শততম সেঞ্চুরি পেলেই ক্রিকেটকে বিদায় জানাবেন শচীন। সর্বশেষ রাজ্যসভার সদস্য হওয়ার পর গুঞ্জন ওঠে, এবার ক্রিকেট ছেড়ে রাজনীতির মাঠ মাতাবেন শচীন। তবে সবকিছু মিথ্যা প্রমাণ করে খেলেই চলেছেন লিটল মাস্টার।

গত ২৭ এপ্রিল শচীনকে রাজ্যসভার সদস্য হিসেবে মনোনয়ন দেন ভারতের রাষ্ট্রপতি। শচীনও এতে আপত্তি করেননি। এর পরই অনেকে প্রশ্ন তোলেন, রাজনীতি, নাকি ক্রিকেট—এখন কোনটাকে সামলাবেন শচীন? কয়েক দিন নীরব থাকার পর ১ মে পুনেতে একটি বেসরকারি প্রতিষ্ঠান আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে লিটল মাস্টার বলেছিলেন, ‘আমি রাজনীতিবিদ নই। আমি এখন খেলোয়াড়, আর এ পরিচয় নিয়েই থাকতে চাই। রাজনীতির জন্য ক্রিকেট ছাড়ছি না।

’ গত ৪ জুন রাজ্যসভায় শপথবাক্য পাঠ করার পরও আগের কথারই পুনরাবৃত্তি করেন শচীন। তিনি বলেন, ‘...ক্রিকেটের জন্যই এখানে এসেছি। ক্রিকেটের বাইরে অন্য কিছুতে নিজের লক্ষ্য নিবিষ্ট করতে পারি না আমি। জানি না, কবে অন্য কিছুতে মনোনিবেশ করতে পারব। ’ বলেছিলেন শচীন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।