আমাদের কথা খুঁজে নিন

   

নানা ধরনের ফেসবুকীয় মাল থুক্কু ফেসবুক ব্যবহারকারী

আমার ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/Tushar.016 অনেক ধরনের ফেসবুক ব্যবহারকারী আছেন- ১]এক নম্বর ব্যবহারকারীঃ সারাদিন চ্যাট করে, মেয়ে অনলাইনে পাইলেই হইলো তারে হায় দেয়া লাগবোই। ২]দুই নম্বর ব্যবহারকারীঃ সারাদিন গেম খেলবো, ফেসবুকের হোম পেইজে এনারা কোনদিন যায় নাহ। ৩]তিন নম্বর ব্যবহারকারীঃ সারাদিন কেবল লাইক এবং কমেন্ট নিয়ে ব্যস্ত, সবাই কি স্টেটাস আপডেট দিচ্ছে তা উনাদের দেখাই লাগবো আর সব কিছুইতে লাইক এবং কমেন্ট পাড়া লাগবো। ৪]চার নম্বর ব্যবহারকারীঃ এরা ফেসবুকে কোন রকম মন্তব্য অথবা লাইক দেয় নাহ, গেইম ও খেলে নাহ। জীবনে কোনদিন অনলাইনেও আসে নাহ কিন্তু অফলাইনে থেকে সবার স্টেটাস পড়ে এবং মনে রাখে। বাস্তব জীবনে কোনদিন কারো সাথে দেখা হয়ে গেলেই ব্যাস একদিনে সব উপড়ে দেয়ঃ "কিরে দোস্ত, তোর নতুন GF কেমন আছেরে? ভালই তো মজায় আছিস!" আমিঃ- "What do you mean by GF?" "কেনরে, সেইদিন যে ছবি গুলো আপলোড দিলি! সেইটা তোর GF নাহ ?" আমিঃ- "কোন ছবি কবেকার ছবি? কিসের ছবি?" [রীতিমত টাস্কিত] ৫] পাঁচ নম্বর ব্যবহারকারীঃ এরা একটু উচ্চ পর্যায়ের স্বক্রিয় ব্যবহারকারী, নতুন কোন ছবি অথবা স্টেটাস আপডেট দিলেই সাথে সাথে ফোন করে জিজ্ঞাসা করবে "কিরে দোস্ত, এই রকম স্টেটাস দিছস কেনরে? মন খারাপ নাকি?" ৬] ছয় নম্বর ব্যবহারকারীঃ এনাদের ফোনে টাকা একটু বেশিই থাকে কিছু হইলেই এরা ফোনের উপরে ফোন দিয়ে জিজ্ঞাসা করবে "ঐ এইটা কি প্রফাইল ছবি দিছস! এক্ষনই চেইঞ্জ কর! তোরে কুত্তার মত দেখা যাইতেছে" । "ঐ, তুই এইটা কি স্টেটাস দিছস! মানুষ দেখলে কইবো কি!" আরো যে কত রকমের মাল আছে দুনিয়াতে !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.