আমাদের কথা খুঁজে নিন

   

ঘরকন্নার নানা কথা

হুতুম পেঁচা

আজ শুক্রবার , অনেকেই আজ বাসায় থাকবেন , অনেক কাজ ! আর তাই খুব সহজ কাজ গুলো আরো বেশি সহজ করবার জন্য কিছু টিপস্‌ । কোন ব্লগ বন্ধু উপকৃত হলে আনেক বেশি আনন্দিত হবো । ১। পিঁপড়ার উপদ্রব থেকে রক্ষা পেতে চিনির পটটি ধুয়ে,শুকিয়ে কৌটার ভিতরে ৫-৭ টি লবঙ্গ রেখে দিন, পিঁপড়া আর বিরক্ত করবেনা। ২।

পানিতে জন্ম পানিতে বাস পানি লাগলে সর্বনাস , বর্ষার দিন লবনেতো পানি উঠবেই তাই , এক চিমটি এরারুট লবনের সঙ্গে মিশিয়ে রাখলে লবন ঝরঝরে থাকবে । ৩। মুলার ও শসার রস এবং গোলাপ জল সম পরিমান মিশিয়ে রোদে পোড়া ত্বকে লাগান , সপ্তাহে তিন দিন। উপকার পাবেন। ৪।

সুতি কাপড়ে মাড় দেয়ার আগে ১ চামচ লবন মিশালে মাড় কাপড়ে আটকায় না। ৫। চা সেদ্ধ করা পানি এবং ফিটকিরি চূর্ণ সমপরিমান দিয়ে মাথা ধুলে চুল ওঠা বন্ধ হয়ে যায় । ৬। রুপার জিনিসে দাগ পড়লে বা কালচে হয়ে এলে এক টুকরো কাপড়ে সামান্য টুথপেস্ট লাগিয়ে ঘষবেন ।

পরে সাবানের গুঁড়ো লাগিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিন। আবার ঠান্ডা পানিতে ধুয়ে দিয়ে মুছে নিলেই রুপার দাগ উঠে যাবে এবং বেশ পরিষ্কার দেখাবে। ৭। রান্না ঘরের ডাস্টবিনের দুর্গন্ধ দূর করতে ডাস্টবিনের তলায় একটু লবন ছিটিয়ে দিন। ৮।

যদি সর্দিতে নাক ভীশণ ভাবে বন্ধ থাকে ,তহলে এক চা চামচ হলুদের গুড়ো এক জগ টগবগে গরম পানিতে ফেলে নাক দিয়ে ধোঁয়া টানুন। ৯। তরকারিতে বেশি লবন বা ঝাল হলে সামান্য তেতুল গোলা বা টকদই দিন। ১০ বোলতা বা ঔ জাতীয় কিছু কামড়ালে, হাতের কাছে আর কিছু না পান , খানিকটা নারিকেল তেল ভাল করে লাগিয়ে নিন , দ্রুত যন্ত্রনা কমে যাবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.