আমাদের কথা খুঁজে নিন

   

স্পেন এর রূপকথা

এক দেশে এক রাজা ছিল। তার ছিল এক পরমাসুন্দরী কন্যা। সেই দেশে হটাত এলো এক জাদুকর। সেই জাদুকর হাওয়ায় ঝোলানো, আকাশে হেলান দেয়া এক বাড়ি তৈরি করে তাতে বাস করত। রাজ্যের সকলে অবাক হয়ে সেই বাড়ি দেখে।

একদিন রাজকন্যা সেই বাড়ি দেখছে। এমন সময় জাদুকর এসে তাকে তুলে নিয়ে ঝোলানো বাড়ির ভিতর নিয়ে রেখে দিলো। সারা রাজ্যে হৈ হৈ কান্না কাটি। কে রাজকন্যা কে উদ্ধার করবে??? রাজার হুকুমে রাজ্যের কারিগররা প্রকাণ্ড প্রকাণ্ড মই তৈরি করলো। কিন্তু সেই মই নিয়ে জাদুকরের ঝোলানো বাড়ির কাছে যেই যাওয়া হয় তখনি সেই বাড়ি আরও উঁচুতে উঠে যায়।

মই আর তার গাঁয়ে ঠেকে না। রাজা তখন জানিয়ে দিলেন, যে ওই ঝোলানো বাড়ি থেকে রাজকন্যাকে উদ্ধার করে আনতে পারবে তাকে তিনি অর্ধেক রাজত্ব আর রাজকন্যা দিবেন। কেউ আর এ কাজ করতে পারে না, শেষে একজন চাষার ছেলে সাহস করে এগিয়ে এলো। চাষার ছেলে তার ধারালো তীরের পেছনে লম্বা দড়ি লাগিয়ে নিল। সেই দড়ি সুদ্ধ তীর সে ছুড়ল জাদুকরের বাড়ির দিকে।

তীর গিয়ে বিঁধল ঝোলানো বাড়ির গাঁয়ে, আর চাষার ছেলে সেই দড়ি বেয়ে বাড়ির ভিতর গিয়ে ঢুকল। তারপর, যেই না তার দেখা হয়েছে জাদুকরের সঙ্গে, অমনি তলোয়ারের এক কোপে সে জাদুকরের মাথা কেটে ফেলল। তারপর এ ঘর ও ঘর খুঁজে চাষার ছেলে রাজকন্যাকে বার করলো। এখন রাজকন্যা নাম্বে কি করে? চাষার ছেলে তার কোমরের দড়িটা বেধে সেটাকে মাটিতে নামিয়ে দরির মাথাটা ধরে রইল। রাজকন্যা নেমে গেলে সে ও ওই দড়ির সাহায্যে নামবে।

এদিকে রাজকন্যা যখন নামলো তখন একটা দুষ্ট লোক সব দেখে ফেলেছে। সেই দুষ্ট লোকটি রাজকন্যার কোমরে বাঁধা দড়িতে আগুন জালিয়ে দড়িটা দুখানা করে ফেলল, তারপর রাজকন্যা কে নিয়ে রাজার কাছে গিয়ে বলল সে ই জাদুকরের কাছ থেকে রাজকন্যা কে উদ্ধার করে এনেছে। রাজা মশাই শুনে খুব খুশি হয়ে সেই লোকটির সাথে রাজকন্যার বিয়ে দিবেন ঠিক করলেন। ওদিকে চাষার ছেলে দড়িতে টান দিয়ে দেখল তার অনেকটাই পুরে গেছে। কাজেই সে কি করে নামবে? সে জাদুকরের ঝোলানো বাড়িতেই রয়ে গেলো।

তারপর সাড়া বাড়ি ঘুরতে ঘুরতে একদিন তার হাতে পড়লো কত গুলো যন্ত্রপাতি, কলকব্জা। সেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখল তাই দিয়ে বাড়িটা নামান ওঠানো যায়। এমনি করে সে নিজে নিজেই ওই যন্ত্রপাতি ব্যাবহার করা শিখে গেলো। তারপর, যেদিন ওই দুষ্ট লোকটির সঙ্গে রাজকন্যার বিয়ে হচ্ছে,সেদিন চাষার ছেলে তার কলকব্জা নেড়ে বাড়িটা কে নামিয়ে আনল একেবারে বিয়ের সভায়। সবাই চমকে উঠলো।

সেই বাড়ি থেকে চাষার ছেলেকে নামতে দেখে দুষ্ট লোকটি বিয়ের আসন থেকে পালিয়ে গেলো। চাষার ছেলে তখন রাজা মশাই কে বলল সে ই জাদুকরের কাছ থেকে রাজকন্যা কে উদ্ধার করেছে। রাজামশাই প্রথমে হচকচিয়ে গেলেন। তারপর রাজকন্যা কে জিজ্ঞেস করতেই জানতে পারলেন যে চাষার ছেলের কথাই ঠিক। রাজকন্যা ভয় এ এতদিন কিছু বলে নি।

তখন আর কি! ধুম ধাম করে চাষার ছেলের সাথে রাজকন্যার বিয়ে হয়ে গেলো। অর্ধেক রাজত্ব ও পেলো সে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।