আমাদের কথা খুঁজে নিন

   

ডাক্তার না কসাই!

ডাক্তারঃ আপনার রোগী কে এখন থেকে স্বাভাবিক খাবার খাওাবেন। আর স্যালাইন লাগবে না। প্রথমে ৩ ঘণ্টা শুধু পানি জাতীয় খাবার যেমন সাধারন পানি,গ্লুকজ পানি,ডাবের পানি দিবেন। তার পর তিন ঘণ্টা নরম খাবার যেমন সুজি,সাগু,জাউ ভাত দিবেন। এর পর থেকে স্বাভাবিক খাবার খাবে।

রোগীর এটেন্ডেন্সঃ মাছ খাওয়ান যাবে? ডাক্তারঃ জি মাছ খাওয়ান যাবে। এতেন্দেন্সঃ ডিম দিতে পারব? ডাক্তারঃ পারবেন,স্বাভাবিক সব খেতে পারবে। এতেন্দেন্সঃ মুরগির সুপ দিলে সমস্যা নাই তো? ডাক্তারঃ কিঞ্চিৎ ভ্রু কুচকিয়ে বললেন হ্যা বাবা পারবেন। স্বাভাবিক সব মানে বুঝেন না? আপনি যা খেতে পারেন তাই দিতে পারবেন রোগী কে। এতেন্দেন্সঃ আপেল,আঙ্গুর এগুলা খাওয়ালে নাকি সমস্যা?এগুলা তো রোগী খাইতে চায়।

ডাক্তারঃ এক্তু উঁচু গলায় বলল খাইতে চাইলে খাওান। না তো করি নাই। এতেন্দেন্স ঃ চেতেন ক্যা? ডাক্তার হইসেন বইলা কি ...... ফালাইসেন? ডাক্তার ঃ মুখ সাম্লিয়ে কথা বলেন। হাত উঁচিয়ে তিনি অসহায় রোগী কে এবং তার ততোধিক অসহায় এতেন্দেন্স কে থ্রেট করলেন। ঘটনা টি দেশের সব হাসপাতাল এর যেখানে রোগীরা যায় চিকিতসার জন্য আর শিকার হতে হয় লাঞ্ছনার।

এভাবে চলতে থাকলে সেদিন আর বেশি দূর নয় যখন ভেঙ্গে পরবে দেশের চিকিৎসা ব্যাবস্থা। সাংবাদিক ভাইয়েরা যদি ঠিক মত রিপোর্ট না করতেন তাহলে হয়ত এতদিনে আর দেশের সাধারন মানুষ এর চিকিৎসা নেয়া হত না। সবাই কে ইস্লামিক টিভী র মডার্ন হারবাল এর বালছাল এর উপর নিরভর করতে হত। আজ আমাদের এই নির্ভিক সাম্বাদিক ভাইদের ডাক্তার নামক একপাল কসাই এর দা এর নিচে অসহায় ভাবে কোপ খেয়ে আবার সেই কসাই গুলোর কাছে চিকিৎসা নিতে যাওয়া লাগলো। দেশের এই ক্রান্তি লগ্নে দেশের মাংগো পিপল এর পক্ষ থেকে আমার দাবি অনতিবিলম্বে সাংবাদিক ভাই দের চিকিৎসা সেবা দেয়ার অধিকার দিয়ে আইন করা হউক।

। । আমরা তাহলে আর সেই কসাই দের কাছে যেয়ে মাথা পাতব না। । আমরা তখন সাম্বাদিক ভাইদের কলম এর নিচে পশ্চাতদেশ পেতে দিব।

। আমাদের আর তখন কোন রোগ শোক থাকবে না। । আমরা হব এক নীরোগ জাতি। ।

আমাদের ............মারতে আর কোন জাতির তখন নিরোধ পরা লাগবে না। আসুন সবাই মিলে এ দেশ থেকে ডাক্তার নামক কসাই দের বিতারিত করি,সাম্বাদিক দের দিয়ে চিকিৎসা করিয়ে সুখে শান্তি তে বাস করি। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.