আমাদের কথা খুঁজে নিন

   

রিয়েল মেডিক্যাল ট্র্যাজেডি : আপনার 'ডাক্তার' ডাক্তার তো?

এখানে সিন্ডিকেটবাজদের পাত্তা দেয়া হয় না

আইজকা ১ লোকে আমারে আইন্যা ১টা প্রেসক্রিপশন দেখাইল, তার চর্ম্মরোগের লাইগা জনৈক ডাখতর সাবে নাকি তারে এইটা দিছে। দেখলাম, তার রানের ২ পাশে টিনিয়া অইছে, কিন্তুক প্রেসক্রিপশন দেইখা সাকাচৌ বইনা গেলাম। অল টাইপস অফ চর্ম্মরোগ কাভার দেওনের ওষুধ ডাখতর সাবে দিয়া দিছে, এন্টিস্ক্যাবিজ, এন্টিএলার্জিক, এন্টিবায়োটিক, এন্টিফাঙ্গাল, এন্টিইনফ্ল্যামেটরি স্টেরয়েড, ভিটামিন হেন তেন... মানে ডায়াগনসিস এইখানে ফ্যাক্ট না, ডায়াগনসিস যাই ঔক আরোগ্যলাভ সুনিচ্চিত। ডাখতর সাবরে পুরা ফার্মাকোলজি বই ১ প্রেসক্রিপশনে তুইল্যা দিয়া অল ড্রাগ ক্লাসেজ রিমাইন্ড করাইয়া দেওনের লাইগা মনে মনে পেন্নাম জানাইয়া তাঁর পবিত্র নাম আর ডেজিগনেশনের দিগে চাইলাম- ডাঃ অমুক ডি. এম. (মেডিক্যাল ডিপ্লোমা) রোগীরে জিগাইলাম- বাই এই ডাখতর সাবের ভিজিট কত? কয়- ২৩০টিয়া। মনে মনে ডাখতর সাবের পদধূলি নিলাম কারণ ৫০টিয়া ভিজিট ধার্য কইরা চেম্বার দেওনের কনফিডেন্সও এহনো গেইন করবার পারি নাইকা। তয় ডাখতর সাবরে তাঁর নজিরবিহীন সততার লাইগ্যা কদমবুচি করলাম মনে মনে, কারণ 'মেডিক্যাল ডিপ্লোমা'রে সরলভাবে এব্রিভিয়েশন করলে 'এম. ডি.' অইয়া যায়, হেই লোভডা ত উনি সংবরণ করছেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।