আমাদের কথা খুঁজে নিন

   

আসামে বাঙ্গালী নিধন

উন্নত দেশে ব্যক্তি স্বাধীনতা আসামে দাঙ্গা নতুন কিছু নয়। বোদো দাঙ্গার আগেও ভয়াবহ এক দাঙ্গায় ৫০০০(পাঁচ হাজার) বাঙ্গালী (অধিকাংশ গরীব মুসলমান হিসেবে গন্য করা হয়)। কিন্তু আরও ভয়াবহ বিষয় হোল ৫০০০ মৃতের মাঝে ৩৫০০জনই ছিল শিশু কিশোর। ঘটনাটি ঘটেছিল ১৮ই ফেবরুয়ারী, ১৯৮৩খৃঃ। হত্যাকান্ডের নাম ও হয়েছিল, " নিলি হত্যাকান্ড " Nellie Massacre, গুগলে খুঁজলে বেশ কিছু তথ্য পাওয়া যাবে।

কিন্তু অধিকাংশ ছবি তথ্যা না কি গায়েব করা হয়েছে। আজও এই জঘন্ন হত্যাকান্ডের কোন তদন্ত প্রতিবেদন প্রকাশ হয়নি। অপরাধীদেরকে শাস্তিরও কোন ব্যবস্থা করা হয় নি। ‌ অপরাধীরা শাস্তি না পেলে কি হয়, আজকের আসামের দাঙ্গা তারই ইঙ্গিত বহন করে কি? ভিডিওটিতে কয়েকটি ছবি এতই অমানবিক ইউটিউব এ লগ ইন করে প্রাপ্তবয়স্ক কি, না যাচাই করে দেখতে হয়। যেহেতু হত্যাকৃত জনগন আমাদের সমগোত্রীয়, আমাদের সরকারের উচিত প্রতিবেশী দেশে (ভারত ও মিয়ানমার) এসকল অমানবিক হত্যাকান্ড বন্ধ করার উদ্যোগ নিতে চাপ দেয়া, কড়া প্রতিবাদ করা, আন্তর্জাতিক মিডিয়াতে বৈদেশিক মিশন ও মিডিয়া, জাতিসংঘের মাধ্যমে যথাযথ পদক্ষেপ নেয়া।

তা না হলে পরবর্তীতে এসকল প্রতিবেশী দেশের সমস্যা এক সময়ে আমাদের সমস্যা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। তখন আমাদের দেশে যে সরকারই থাকুক না কে, তার পক্ষে, রোহিঙ্গা সমস্যার ন্যায়, আগত সমসযা সামাল দেয়া দুস্কর হবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.